দিল্লি, ২৬ সেপ্টেম্বর: সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) মৃত্যুর পর থেকে প্রিয়া সচদেভ কাপুরের (Priya Sachdev Kapur) সঙ্গে প্রয়াত শিল্পপতির মায়ের যেমন বিতর্ক শুরু হয়েছে, তেমনি করিশ্মা কাপুরও আদালতে পৌঁছে গিয়েছেন। করিশ্মা কাপুরের দুই সন্তানকে কেন বাবার সম্পত্তি থেকে বঞ্ছিত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে নায়িকা আদালতে গিয়েছেন। যার জেরে প্রিয়া সচদেভ কাপুর এবং করিশ্মা কাপুরের (Karisma Kapoor) মধ্যে জোরদার বিতর্ক, বিবাদ শুরু হয়েছে।
সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি প্রিয়া সচদেভ লুকিয়ে নিজের নাম করে নিয়েছেন। এমন অভিযোগ করা হয় করিশ্মা কাপুরের আইনজীবীর তরফে। অন্যদিকে সঞ্জয় কাপুরের সম্পত্তির যে হিসেব নিকেশ, তা বন্ধ খামে ভরে আদালতে জমা করা হোক। এমনই নির্দেশ দেওয়া হয় দিল্লি হাইকোর্টের বিচারকের তরফে। যা নিয়ে ফের প্রিয়া সচদেভ কাপুর এবং করিশ্মা কাপুরের মধ্যে বিবাদ জোরদার শুরু হয়েছে।
করিশ্মা কাপুরের আইনজীবীর দাবি, প্রিয়া লুকিয়ে, গোপণে নিজের নামে সঞ্জয় কাপুরের সব সম্পত্তি নিজের নাম করে নিয়েছেন। ফলে প্রিয়ার অ্যাকাউন্ট বর্তমানে ফাঁকা বলেও দাবি করেন করিশ্মার আইনজীবী।
সঞ্জয় কাপুরের মৃত্যু
গত ১২ জুন সঞ্জয় কাপুরের মৃত্যু হয় লন্ডনে। গল্ফ ক্লাবে মৌমাছির কামড়ে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। মৌমছি ঢুকে যায় সঞ্জয় কাপুরের মুখ দিয়ে। ফলে চিকিৎসারও সময় মেলেনি। মৌমাছির কামড়ে সঞ্জয় কাপুরের ধমনী ছিঁড়ে যায় বলে জানা যায়। যার জেরে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে খবরে প্রকাশ পায়।
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর করিশ্মা উড়ে যান দিল্লিতে
প্রাক্তন স্বামীর মৃত্যুর খবর পেতেই করিশ্মা কাপুর উড়ে যান দিল্লিতে। দুই সন্তানকে নিয়ে করিশ্মা যান দিল্লিতে। সেখানে অন্ত্যেষ্টি পালন করে তবেই মুম্বইতে ফেরেন। এ পর্যন্ত সব ঠিক ছিল। গণ্ডগোল শুরু হয় তখন যখন প্রিয়া সচদেভ সোনা কমস্টারের শেয়ার নিজের নামে করে নিয়েছেন বলে দাবি করেন সঞ্জয় কাপুরের মা রানি কাপুর। এরপর থেকেই কাপুর পরিবারে গণ্ডগোলের সূত্রপাত। ছেলে, মেয়ের দাবি নিয়ে এরপর আদালতের দ্বারস্থ হন করিশ্মা কাপুর।