Sunjay Kapur's Video (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২০ জুন: গত ১২ জুন পোলো খেলার মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জয় কাপুর (Sunjay Kapur)। লন্ডন পোলো খেলার মাঠে মুখে মৌমাছি ঢুকে প্রয়াত হন করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী। সঞ্জয় কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় সঞ্জয় কাপুরের। যেখানে করিশ্মা কাপুরও হাজির হন। দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে নিয়ে করিশ্মা বৃহস্পতিবার সকালেই উড়ে যান দিল্লিতে। সেখানে বাবাকে চোখের জলে শেষ বিদায় জানায় করিশ্মার সন্তানরা।

শুধু তাই নয়, বাবাকে শেষ দেখা দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে কিয়ানও। তাকে সামলান করিনা কাপুর। ছিলেন সইফ আলি খানও। এমন একাধিক ভিডিয়ো বৃহস্পতিবার প্রকাশ্যে আসতে শুরু করে। তবে সঞ্জয় কাপুরের শেষকৃত্যের পর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়।

একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে সেই ভিডিয়ো শেয়ার করা হয় এবং দাবি করা হয়, এটিই শিল্পপতি সঞ্জয় কাপুরের শেষ মুহূর্ত। যেখানে পোলো খেলার মাঠে সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হলে, তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলে। এমনকী সঞ্জয় কাপুরকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যেচে চিকিৎসক দলও হাজির হন। তবে শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: Sunjay Kapur's Funeral: বাবাকে শেষ দেখা, কেঁদে ভাসাল করিশ্মা-পুত্র, থামানো গেল না কিছুতেই দেখুন

এটিই কি সঞ্জয় কাপুরের শেষ মুহূর্তের ভিডিয়ো, উঠছে প্রশ্ন...

 

জানা যায়, লন্ডনে পোলো খেলার মাঠেই প্রয়াত হন সঞ্জয় কাপুর। কোনওভাবে তাঁর প্রাণ রক্ষা করা যায়নি। সঞ্জয় কাপুরের সেই শেষ সময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।