
মুম্বই, ৩ জুন: ফের বড় খবর সুহানা খানকে (Suhana Khan News) নিয়ে। এবার একটি নামি ব্র্যান্ডের ব্যান্ড অ্যাম্বাসাডার পদে এলেন সুাহান খান। অ্যাডিডাসের নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে বসলেন শাহরুখ খান কন্যা (Shah Rukh Khan Daughter)। বলিউডে পা রাখার পর অ্যাডিডাসের (Adidas) নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার (Brand Ambassador) পদে সুহানা খানের আগমণ বেশ বড় খবর বলেই জানা যাচ্ছে। 'অ্যাডিডাস পরিবারে যুক্ত হতে পেরে আমি খুশি। অ্যাডিডাসের এই কাজ সদা সর্বদা তাঁর মনে থাকবে' বলে জানান সুহানা খান। এসবের পাশাপাশি তাঁর কেরিয়ারে অ্যাডিডাসের এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ সদর্থক ভূমিকা বহন করবে বলে আশা প্রকাশ করেন সাহান খান।
বর্তমানে 'কিং'-এর শ্যুটিংয়ে ব্যস্ত সুহানা। এই ছবিতে বাবা শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বাদশা কন্যা। শোনা যাচ্ছে, কিং-এ সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন। কিং-এ অতিথি শিল্পীর ভূমিকাতেই দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে বলে খবর।