
মুম্বই, ৩০ মেঃ শাহরুখ খান (Shah Rukh Khan) এবং গৌরী খানের (Gauri Khan) ছোট ছেলে আব্রাম খান ১২ বছরে পা দিল। গত ২৭ মে ছিল শাহরুখ পুত্রের জন্মদিন। পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করল ছোট্ট আব্রাম। বিশাল জাঁকজমক আয়োজন নয় বরং অন্তরঙ্গ পার্টির মধ্যে দিয়েই আব্রামের ১২'তম জন্মদিন উদযাপিত হল। মা গৌরী খান, দিদি সুহানা খান (Suhana Khan), দিদা এবং পরিবারের আরও কিছু নিকট আত্মীয়কে দেখা গিয়েছে জন্মদিনের পার্টিতে। ছিলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি ও তাঁর মেয়েও। কিন্তু আব্রামের জন্মদিনের অনুষ্ঠানে দেখা মিলল না বাবা শাহরুখ এবং দাদা আরিয়ানের। বাবা, দাদাকে ছাড়াই হল জন্মদিন উৎযাপন।
মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) আর্টস ক্যাফেতে আয়জিত হয়েছিল আব্রামের ১২'তম জন্মদিনের অনুষ্ঠান। NMACC তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে থেকে অনুষ্ঠানের ঝলক তুলে ধরেছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, দিদি সুহানার হাত ধরে ক্যাফেতে প্রবেশ করছে আব্রাম। বিলাসবহুল ক্যাফের কিচেনে চলছে শাহরুখের কনিষ্ঠ পুত্রের জন্মদিনের অনুষ্ঠানের বিশেষ খাবারের মেনুর প্রস্তুতি। আব্রামের পছন্দের বিশেষ চকোলেট কেকের আয়োজনও হয়েছিল। তবে পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যের জন্মদিনে কেন ছিলেন না শাহরুখ এবং আরিয়ান? সেই কৌতূহলও জাগছে নেটবাসীর মনে। যদিও তার কারণ স্পষ্ট করে কিছু জানা যায়নি।
অন্যদিকে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan) খুব তাড়াতাড়ি বলিউডে ডেবিউ করতে চলেছে। অভিনয়ের বদলে পরিচালনাকে বেছে নিয়েছেন তিনি। আরিয়ান পরিচালিত 'Ba***ds of Bollywood'এর শুটিং সম্পন্ন হয়েছে আগেই। এবার শুধু মুক্তির অপেক্ষা। ছেলের পরিচালনায় কাজ করেছেন বাবা শাহরুখ (Shah Rukh Khan)। অন্যদিকে বাবার সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন মেয়ে সুহানা (Suhana Khan)। সুজয় ঘোষ পরিচালিত 'কিং' (King) ছবিতে একসঙ্গে বাবা-মেয়ে জুটিকে পর্দায় দেখা যাবে।