কলকাতা, ১ জুন: গতকাল নজরুল মঞ্চে যখন কেকে গান গাইছেন, তখন ভিড় উপচে পড়েছে। দর্শক ঠাসা নজরুল মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছিলেন কেকে (Singer KK)। এতটাই চনমনে ছিলেন যে, দেখে একবারও মনে হয়নি তিনি ভিতরে ভিতরে এতটা অসুস্থতা অনুভব করছেন। এমনিতেই মে মাসের মারাত্মক গরম, সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি। তারউপরে দর্শকাসন উপচে ভিড় রাস্তায় এসে পড়েছে। কেকে যখন নজরুল মঞ্চে এসে পড়লেন তখনও তিনি অনেকটা সময় গাড়ির মধ্যেই বসেছিলেন। ভিড়ের চাপে মঞ্চে প্রবেশ করতে পারছিলেন না। পরে তাঁকে গ্রিনরুমে এনে বসানো হয়।
কেকে-র আগে নজরুল মঞ্চে পারফর্ম করেন শুভলক্ষ্মী দে। তিনি গ্রিনরুমে এসে কেকে-র সঙ্গে দেখাও করেন। শুভলক্ষ্মী নিদেই দানিয়েছেন, বার্তালাপের সময় শিল্পীকে দেখে কোনওরকম অসুস্থ মনে হয়নি তাঁর। ভীষণ এনার্জেটিক ছিলেন, গান গাইবার জন্য অপেক্ষা করছিলেন। সেই মানুষটি কয়েকঘণ্টার মধ্যে অতীত হয়ে যাবেন, এটা মেনে নিতে পারছেন না শুভলক্ষ্মী।
দেখুন ছবি
West Bengal | Visuals from outside the hospital where Singer Krishnakumar Kunnath, popularly known as KK was taken after falling ill during a concert in Kolkata. He was declared dead on arrival. pic.twitter.com/u30qJEzDeC
— ANI (@ANI) May 31, 2022
অনুষ্ঠান চলাকালীন অনেকেই কেকে-র গান মোবাইলবন্দি করেছেন। তাতে দেখা যাচ্ছে দরদরিয়ে ঘামছেন তিনি। একটা গান শেষ হলে স্টেজের পিছনে গিয়ে নিচু টুলে রাখা রুমালে ঘাম মুছছেন, সঙিগে বোতলে রাখা জলে গলা ভিজিয়ে নিচ্ছেন। ফের দর্শকের মাঝে ফিরে একেবারে স্টেজ কাঁপিয়ে গান। গান শেষে যখন স্টেজ থেকে নেমে হোটেলে ফিরছেন শিল্পী, তখনও তাঁর কপাল বেয়ে ঘাম নামছে। এমন ছবি প্রকাশ্যে এসেছে। একবার স্টেজের আলো নেভানোর কথাও বলেছিলেন।
উল্লেখ্য, গতকাল গান গাওয়ার পর কলকাতার এক বিলাসবহুল হোটেলে ফিরে যান কেকে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।