Shreya Ghoshal: মা হওয়ার পর নতুন ছবি শেয়ার শ্রেয়া ঘোষালের, আপ্লুত ভক্তরা
শ্রেয়া ঘোষাল, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৯ মে: সবে সবে মা হয়েছেন শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। মা হওয়ার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সেই খবর তিনি জানান অনুরাগীদের। এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরও একটি ছবি শেয়ার করেন শ্রেয়া। যেখানে কেক দিয়ে শ্রেয়াদিত্যকে বাড়িতে প্রবেশ করান গায়িকা (Singer)।

দেখুন...

নীল, সাদা রঙের টেডি দেওয়া ওই কেক দেখে শ্রেয়ার অসংখ্য অনুরাগী কার্যত মুগ্ধ হয়ে যান। পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য প্রত্যেকে ভালবাসাও জানান শ্রেয়াকে।

আরও পড়ুন: Delhi: সাবধান! কোভিডের পর দিল্লির শিশুরা ভুগছে MIS-C তে, আক্রান্ত ১৭৭

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) যখন থাবা বসায়নি, সেই সময় প্রকাশ্যে আসে শ্রেয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। যেখানে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন প্রত্যেককে সুখবর দেন শ্রেয়া ঘোষাল। জনপ্রিয় অভিনেত্রী মা হচ্ছেন জেনে তাঁকে ভালবাসা জানান ভক্তরা। তবে লকডাউন চলায় শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তীর মতো বন্ধুরা শ্রেয়াকে অনলাইনের মাধ্যমেই সাধ খাওয়ান।