মুম্বই, ২৩ নভেম্বর: শ্রদ্ধা ওয়ালকরের (Shraddha Walker) খুনকে রাজনৈতিক রং লাগাতে চাইছে বিজেপি। শ্রদ্ধা ওয়াকরের খুনের ঘটনা, দুর্ঘটনা মাত্র। 'ইন্টারকাস্ট ম্যারেজ' বা সম্পর্কে এই ধরনের দুর্ঘটনা যুগ যুগ ধরে ঘটে আসছে বলে মন্তব্য করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তাই শ্রদ্ধা ওয়ালকরের খুনের ঘটনাকে কখনও রাজনৈতিক রং দিয়ে একটি সম্প্রদায়কে আক্রমণ করা উচিত নয় বলে মন্তব্য করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। অশোক গেহলটের ওই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে পালটা তোপ দাগা হয় বিজেপির তরফে। শ্রদ্ধাকে যেভাবে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে, সেই ঘটনাকে কীভাবে দুর্ঘটনা বলে কংগ্রেস উড়িয়ে দিতে পারে তা নিয়ে সরব হয় গেরুয়া শিবির।
শ্রদ্ধার খুন নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর চলছে, সই সময় অশোক গেহলটের বিরুদ্ধে মুখ খুললেন শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। বলিউড অভিনেত্রী বলেন, শ্রদ্ধা না হয়ে মৃতের নাম যদি শবনম হত, তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী কি একই মন্তব্য করতেন? আফতাব পুনাওয়ালা যেভাবে শ্রদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে, তাকে দুর্ঘটনা বলে কেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ঘটনার গুরুত্ব কমিয়ে দিতে চাইছেন বলে প্রস্ন তোলেন বলিউড অভিনেত্রী।
আরও পড়ুন: Shraddha Walker Murder: শ্রদ্ধাকে খুন করতে চায় আফতাব, অভিযুক্তের পরিবারকে নিয়ে উঠে এল ভয়ঙ্কর তথ্য
গত ১৮ মে শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে আফতাব পুনাওয়ালা। গাঁজার নেশায় বুঁদ হয়ে শ্রদ্ধার বুকের উপর চেপে বসে শ্বাসরোধ করে বান্ধবীকে খুন করে বলে জেরায় স্বীকার করে আফতাব। যা জানার পর গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে।