Two Big Blockbusters of Bollywood. (Photo Credits:X)

Sholay Turns 50: গোটা দেশের সিনেমাপ্রেমীদের কাছে আজ একটা বড় দিন। আজ থেকে ঠিক ৫০ বছর আগে রিলিজ করেছিল বলিউডের সর্বকালীন সবচেয়ে বড় হিট 'শোলে'। রমেশ সিপ্পি পরিচালিত অমিতাভ বচ্চন-ধর্মেন্দ্র, আমজাদ খান, সঞ্জীব কুমার, হেমা মালিনী অভিনীত 'শোলে'বলিউড সিনেমার এমন এক এভারেস্ট যা সিনেমপ্রেমীদের ভালবাসার সর্বোচ্চ সীমা হিসাবেই ধরা হয়। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট 'শোলে'র সঙ্গে একই দিনে রিলিজ করেছিল 'জয় সন্তোষী মা' (Jai Santoshi Maa)। শোলের মত মেগা রিলিজের জন্য তেমন বেশী হলে রিলিজ হতে পারেনি সিনেমাটি। শোলে-র আকাশছোঁয়া জনপ্রিয়তার মাঝেও বিজয় শর্মা পরিচালিত এই ভগবানের ওপর ভক্তিমূলক সিনেমাটি বড় হিট হয়। আর প্রিয়াদর্শী অভিনীত 'জয় সন্তোষী মা'-ও সেই সময় বক্স অফিসে নয়া নজির গড়েছিল।

আজও বলিউডের সবচেয়ে সফল ভক্তিমূলক সিনেমা 'জয় সন্তোষী মা'

ধর্মীয়/ভক্তিমূলক (Religious / Devotional) হিন্দি সিনেমা হিসাবে আজও সবচেয়ে সফল হিসাবে ধরা হয় ''জয় সন্তোষী মা'-কে। সন্তোষী মাতার মাহাত্ম্য, উপাসনা, ভক্তদের জীবনে অলৌকিক সাহায্য, এবং বিশ্বাসের শক্তি নিয়ে তৈরি এই সিনেমাটি বহু মানুষকে ভক্তির পথে নিয়ে গিয়েছিল।

দেখুুন জয় সন্তোষীর সফলতা

শোলের ৫০ বছর পূর্তি

 'জয় সন্তোষী মা'-র মহাসাফল্যের কথা

শোলের ৫০ বছর পূর্তি নিয়ে সিনেমাপ্রেমীদের যে আবেগ দেখা যাচ্ছে, ততটা নেই জয় সন্তোষী মা-কে নিয়ে। কিন্তু জানেন কী সিনেমায় ব্যবহৃত সঙ্গীতের বাণিজ্যিক হিটের বিষয়ে শোলে-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছিল 'জয় সন্তোষী মা'। "ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে" থেকে "কোই হাসিনা যখন রুঠ যায়ে"কিংবা "মেহবুবা মেহবুবা" - শোলে সিনেমার ৬টি গানই বড় হিট করেছিল। কিন্তু 'জয় সন্তোষী মা'-র সিনেমাটির টাইটে ট্র্যাক থেকে "ম্যায় তেরি দাসি, তু সন্তোষী মা", "শেরওয়ালি মা"-র গানগুলি টেক্কা দেয় শোলে-র মিউজিককে। সর্বকালীন দিক থেকে দেখলে শোলে-র থেকে দশ গুণ বেশি মিউজিক অ্যালবাম (ক্যাসেট) বিক্রি হয় 'জয় সন্তোষী মা'-র।