মুম্বই, ২৮ জুলাই: স্তন ক্যানসার (Breast Cancer) থেকে সবে সবে কিছুটা মুক্তি পেয়েছেন হিনা খান (Hina Khan)। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে ফের একটু একটু করে কাজ শুরু করেছেন অভিনেত্রী। কাজের মাঝে বিয়েও সেরে ফেলেছেন হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে হিনা বিয়ে সেরেছেন। বিয়ের পর হিনা এবং রকির বিভিন্ন মুহূর্তকে ভালবাসা জানাতে শুরু করেছেন তাঁদের অনুরাগীরা। এসবের মাঝেই অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হল।
যে ভিডিয়োতে হিনা খান অনুরাগীদের সঙ্গে হেসে ছবি তুলতে শুরু করেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক বিভিন্ন মানুষের নিজস্বীতে বন্দি হন হিনা খান। তার মাঝেই হিনার কাছে হাজির হন এক মহিলা। হিনাকে খানিকটা জড়িয়ে ধরেই তিনি ছবি তোলেন। তবে অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার মাঝে হিনা খানের বুক স্পর্শের চেষ্টা করেন ওই মহিলা।
আরও পড়ুন: Hina Khan: এয়ার ইন্ডিয়ার বিমানে শেষ নিঃশ্বাস ২৪১ জনের, বড় ঘোষণা হিনা খানের
বিষয়টি বুঝতে পেরে হিনা তৎপর হয়ে যান। তিনি আলগোছে ওই মহিলার হাত নিজের বুকের উপর থেকে সরিয়ে ফেলেন। এতকিছুর পরও হিনা খান কোনওভাবে ওই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি অত্যন্ত শান্ত ভঙ্গিতে অনুরাগীর সঙ্গে ব্যবহার করেন এবং তাঁর সঙ্গে ছবি তোলেন।
দেখুন হিনা খানের সেই ভিডিয়ো..
হিনা খানের ওই ভিডিয়ো দেখে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। একজন অভিনেত্রীর সঙ্গে ছবি তুলতে গিয়ে ওই মহিলা কীভাবে এই ধরনের ব্যবহার করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এই ধরনের ব্যবহার কখনওই কাম্য নয় মন্তব্য করেন বহু মানুষ। হিনা খানকে যেভাবে ওই মহিলা বিরক্ত করেছেন, তার বিরুদ্ধে নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিতে শুরু করে তীব্রভাবে।