Shefali Jariwala's Father Breaks Down (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ জুলাই: মেয়ের প্রার্থনা সভায় হাজির হয়ে কেঁদে ফেললেন বাবা। শেফালির (Shefali Jariwala) ছবিতে মালা পরানো। এমন ছবি দেখতেই হু হু করে কেঁদে ফেলেন অভিনেত্রীর বাবা সতীশ জারিওয়ালা (Shefali Jariwala's Father Satish Jariwala)। শেফালি জারিওয়ালার ছবির সামনে বসে আকুল নয়নে কাঁদতে দেখা যায় অভিনেত্রীর বাবাকে। পরাগ ত্যাগি তাঁকে থামানোর চেষ্টা করেন। শ্বশুরমশাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করেন পরাগ ত্যাগি। শেফালি জারিওয়ালার বাবা সতীশ জারিওয়ালা যেভাবে কাঁদতে থাকেন, তা দেখে মন ভেঙে যায় অভিনেত্রীর অসংখ্য গুনমুগ্ধর।

গত ২৭ জুন মুম্বইয়ের অন্ধেরির ফ্ল্যাটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি জারিওয়ালা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে যান পরাগ ত্যাগি। তবে হাসপাতালে নেওয়ার আগেই 'কাঁটা লাগা গার্লের' মৃত্যু হয়েছে বলে পরাগ ত্যাগিকে জানান বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা।

শেফালি জারিওয়ালার মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। শেফালির বাড়িতে ২৬ জুন ছিল সত্যনারায়ণের পুজো। সেদিন তিনি উপোস করেছিলেন। ২৭ জুন রাতে খাবারের পর অ্যান্টি এজিংয়ের ওষুধ খান শেফালি। ওই ওষুধ খাওয়ার পর থেকেই অভিনেত্রীর শরীর খারাপ হতে শুরু করে। ফলে অ্যান্টি এজিং ওষুধ পেতে যেতেই কি শেফালি হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁর প্রাণ চলে যায়, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: Shefali Jariwala's Death: মৃত্য়ুর আগে শেফালির বিস্ফোরক বক্তব্য প্রকাশ্যে, বোটক্স, অ্যান্টি এজিং পিলস...

ফলে মৃত্যুর পর ময়নাতদন্ত শেষ হলেও শেফালি জারিওয়ালার দেহের নমুনা ভিসেরা ব্লাড পরীক্ষার জন্য গিয়েছে। অপেক্ষা টক্সিকোলজি রিপোর্টেরও। ওই ২ রিপোর্ট সামনে এলেই জানা যাবে, আদতে শেফালি জারিওয়ালার মৃত্যু কীভাবে হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো যেখানে পরাগ ত্যাগি মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন সতীশ জারিওয়ালার...

 

 

View this post on Instagram

 

এদিকে শেফালি জারিওয়ালার মৃত্যুর পর তাঁর স্বামী পরাগ ত্যাগিকেও (Parag Tyagi) পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে পরাগকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে  পরাগকে জিজ্ঞাসাবাদের সময় কোনও অসঙ্গতি নেই বলে মুম্বই পুলিশের তরফে জানা যায়।