মুম্বই, ১ জুলাই: শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) মৃত্যু নিয়ে নানাজনের নানা মত শুরু হয়েছে। খালি পেট থাকার পর খাবার খেয়ে, অ্যান্টি এজিং ওষুধ নেন শেফালি। যা কাল হয়ে দাঁড়ায় অভিনেত্রীর (Shefali Jariwala's Death)। অ্যান্টি এজিং ওষুধ খাওয়ার পরই শেফালির ব্লাড প্রেসার একদম নেমে যায়। তারপরই হাসপাতালে নেওয়ার পথে 'কাঁটা লাগা গার্লের' মৃত্য়ু হয়। তবে শেফালির মৃত্যুর (Anti-Ageing Drugs) প্রকৃত কারণ জানাযাবে ভিসেরা পরীক্ষা এবং টক্সিকোলজি রিপোর্ট আসার পর। এসবের মাঝে এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে শেফালি জারিওয়ালার পুরনো ভিডিয়ো।
যেখানে পরাশ ছাবড়ার এক সাক্ষাৎকারে শেফালি বলেন, তিনি সময় মত খাবার খান। ঘুমোতে যান। তিনি অ্যালকোহল নেন না। কোনও নেশা করেন না। নিজের প্রতি যত্ন নেন সব সময়। সেই কারণে তিনি বোটক্স এবং অ্যান্টি এজিং ওষুধের পক্ষে। কারণ প্রত্যেকে চান, নিজেকে সুন্দর রাখতে। নিজেকে সুন্দর রাখার মধ্যে কোনও অপরাধ নেই বলেও মন্তব্য করেন শেফালি।
এসবের পাশাপাশি অভিনেত্রী আরও বলেন, যে বা যাঁরা বোটক্স বা অ্যান্টি এজিং ওষুধ (বার্ধক্য নিরোধক ওষুধ) কিনতে পারেন না, তাঁরাই একে খারাপ বলেন। যার সঙ্গে তিনি একেবারেই সহমত নন বলেও পরাশ ছাবড়ার ওই সাক্ষাৎকারে মন্তব্য করতে শোনা যায় শেফালি জারিওয়ালাকে।
গত ২৭ জুন অন্ধেরির বাড়িতে রাতের খাবার খাওয়ার পর হঠৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি জারিওয়ালা। অসুস্থ হওয়ার পরপরই অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যান পরাগ ত্যাগি। তবে হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা শেফালিকে মৃত বলে ঘোষণা করেন। তখন থেকেই ছড়াতে শুরু করে সন্দেহ। শেফালি মৃত্যু, তাঁর অ্যান্টি এজিং ওষুধ, সৌন্দর্য, সবকিছু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে জোরদার।