Shefali Jariwala, Mallika Sherawat (Photo Credit: Instagram)

মুম্বই, ১ জুলাই: শেফালি জারিওয়ালার (Shefali Jariwala's Death) মৃত্যু যে নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা বিনোদন দুনিয়াকে। শেফালি জারিওয়ালার মৃত্যু  কি অ্যান্টি এজিং পিলের জন্যই হয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শেফালি জারিওয়ালার মৃত্যুকে কেন্দ্র করে যখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই সময় কার্যত রুপোলি পর্দার মানুষদের সতর্ক করলেন মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মল্লিকা একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তিনি বলেন, বোটোক্স করাবেন না। কোনও আর্টিফিসিয়াল ফিলার করাবেন না। ভালভাবে বাঁচুন। মল্লিকা শেরাওয়াত এমন মন্তব্য করেন শেফালির মৃত্যুর পর।

আরও পড়ুন: Shefali Jariwala's Death: মৃত্যুর রাতে ঠিক কী হয়েছিল শেফালির সঙ্গে? অজানা তথ্য সামনে আনলেন অভিনেত্রীর বন্ধু, বললেন 'চোখ বন্ধ থাকলেও নার্ভ...'

দেখুন মল্লিকা শেরাওয়াত কী বললেন শেফালির মৃত্যুর পর...

 

View this post on Instagram

 

এদিকে মল্লিকা শেরাওয়াতের ভিডিয়ো দেখে কার্যত চোটে গেলেন রাখি সাওয়ান্ত। তিনি বলেন, যা চলছে, তা নিয়ে এখন মন্তব্য করবেন না এভাবে।

গত ২৭ জুন অন্ধেরিতে নিজের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা। হঠাৎ করে শেফালি নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় শেফালি জারিওয়ালার। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পর কুপার হাসপাতালে শেফালির দেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে ময়নাতদন্ত। তবে রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। শেফালি জারিওয়ালার ভিসেরা ব্লাড রিপোর্ট এবং টক্সিকোলজি পরীক্ষার পর তবেই অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।