Shefali Jariwala (Photo Credits: Instagram)

মুম্বই, ২৮ জুনঃ কীভাবে মারা গেলেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)? তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। শুক্রবার গভীর রাতে আচমকাই শেফালির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। তাঁর পরিবারের তরফে এখনও কোন বিবৃতি জারি করা হয়নি। এদিকে শেফালি জারিওয়ালার মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত করছে মুম্বই পুলিশ (Mumbai Police)। শনিবার কাকভোরে অন্ধেরি এলাকায় অভিনেত্রীর আবাসনে পৌঁছয় ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেখান থেকে সংগ্রহ করেন তথ্য প্রমাণ। অভিনেত্রীর দেহ পাঠানো হয়েছে কুপার হাসপাতালে (Cooper Hospital)। শনিবার সেখানেই ময়নাতদন্ত হবে। রিপোর্ট এলে শেফালি জারিওয়ালার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ সিদ্ধার্থ শুক্লাকে জড়িয়ে শেফালির শেষ পোস্ট, মৃত্যুর পর প্রয়াত প্রাক্তনের সঙ্গে অভিনেত্রীর ছবি ভাইরাল, দেখুন

মুম্বই পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মারা গিয়েছেন শেফালি। রাত ১টা নাগাদ পুলিশের কাছে সেই খবর এসে পৌঁছয়। গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছন তাঁর স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত অবস্থাতেই অভিনেত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। রাতে হাসপাতালে থেকে গাড়িতে চেপে বেরিয়ে আসতে দেখা যায় পরাগকে। নিজের মুখ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন তিনি। সকালে কুপার হাসপাতালে পৌঁছেছে পুলিশের দল। খতিয়ে দেখা হচ্ছে শেফালি জারিওয়ালার মৃত্যুর কারণ।

কুপার হাসপাতালে পুলিশ

প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল, হৃদরোগ আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে মারা গিয়েছেন শেফালি। তবে সেই কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে কারণ স্পষ্ট হবে।