Shefali Jariwala with Sidharth Shukla (Photo Credits: X)

মুম্বই, ২৮ জুনঃ অভিনেত্রী শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) আকস্মিক মৃত্যু যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর পরিবার, সহ-কর্মী এবং ভক্তরা। শুক্রবার, ২৭ জুন গভীর রাতে মারা যান শেফালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে শেফালির মারা যাওয়ার খবর ছড়ালেও তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনাচ্ছে। শনিবার কাকভোরে মুম্বইয়ের অন্ধেরি এলাকায় অভিনেত্রীর আবাসনে পৌঁছয় ফরেনসিক দল। মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, রাত ১টা নাগাদ বাড়িতেই মারা গিয়েছেন শেফালি। অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।

শেফালি জারিওয়ালার মৃত্যুর পর তাঁর এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ভাইরাল হয়েছে। প্রয়াত প্রাক্তন প্রেমিক তথা বন্ধু সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) মৃত্যুবার্ষিকীতে একটি ছবি শেয়ার করেছিলেন শেফালি। সিদ্ধার্থকে জড়িয়ে রয়েছেন তিনি। লিখেছেন, 'আজকের দিনে তোমার কথা মনে পড়ছে বন্ধু'। গত বছর ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার মৃত্যুদিনে শেয়ার করা ওই ছবিটিই শেফালির শেষ এক্স পোস্ট। প্রাক্তন প্রেমিকের মতই অকালে চলে গেলেন অভিনেত্রী।

সিদ্ধার্থ শুক্লার সঙ্গে শেফালির শেষ এক্স পোস্ট

২০১৯ সালে বিগ বস ১৩-তে অংশ নিয়েছিল সিদ্ধার্থ এবং শেফালি দুজনেই। তখন তাঁরা কেবলই বন্ধু। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বহু আগে। সিদ্ধার্থের সঙ্গে শেফালির ছবিটি বিগ বসের ঘরেই তোলা। ২০২১ সালে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ। আচমকা হৃদরোগ প্রাণ কাড়ে তাঁর।