Shah Rukh Khan, Rani Mukerji (Photo Credit: Instagram)

দিল্লি, ২৪ সেপ্টেম্বর: জওয়ান-এর (Jawan) জন্য জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। অন্যদিকে মিসেস চ্যাটার্জীর জন্য রানি মুখোপাধ্যায়ও (Rani Mukerji)  পেয়েছেন জাতীয় পুরস্কার। শাহরুখ এবং রানির সঙ্গে জাতীয় পুরস্কার অর্জন করেছেন বিক্রান্ত ম্যাসেও। ফলে বলিউডের এই ত্রয়ীর জাতীয় পুরস্কারের জন্য খুশি প্রায় গোটা দেশ।

মঙ্গলবার যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে শাহরুখ খান জাতীয় পুরস্কারের ভূষিত হন, সেই সময় এসআরকে-র  জন্য খুশি গোটা দেশ। শুভেচ্ছা, ভালবাসায় ভেসে যেতে শুরু করেছেন বলিউডের সুপারস্টার। জাতীয় পুরস্কার নিয়ে নিজের জায়গায় বসেও মেডেল গলায় পরতে পারছিলেন না শাহরুখ। এরপর জাতীয় পুরস্কারের মেডেল শাহরুখ খাননকে গলায় পরতে সাহায্য করেন অভিনেতার দীর্ঘদিনের প্রিয় বন্ধু রানি মুখোপাধ্যায়। তিনিই শাহরুখকে মেডেল পরিয়ে দেন।

রানি এবং শাহরুখের ওই ভিডিয়ো দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা। জাতীয় পুরস্কারের মেডেল পরতে শাহরুখ যেভাবে রানি মুখোপাধ্যায়ের কাছ থেকে সাহায্য নেন, তা দেখে নায়ককে প্রশংসায় ভরিয়ে দেয় গোটা দেশ। শাহরুখ যে সবার চেয়ে একেবারে অন্যরকম, সেই প্রশংসায় ভরে উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়া।

আরও পডুন: National Film Awards 2025: জাতীয় পুরস্কারের আলো, রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণে হাজির শাহরুখ, রানিরা

দেখুন শাহরুখ কীভাবে রানি মুখোপাধ্যায়ের সাহায্য নেন...

 

 

View this post on Instagram

 

এদিকে টুয়েলভ ফেলের জন্য অভিনেতা বিক্রান্ত ম্যাসে জাতীয় পুরস্কার পান। ফলে তিনিও শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়দের সঙ্গে একই সারিতে বসে জাতীয় পুরস্কার নিজের হাতে তুলে নেন।