Photo Credit Twiter

বলিউডকে শোকস্তব্ধ করে চলে গিয়েছেন অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। ৬৬ বছর বয়সেই পথচলা থেমে গিয়েছে ‘তেরে নাম’ পরিচালকের। পুলিশের প্রাথমিক অনুমান বলছে, চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে।তবে তার মৃত্যুতে একের পর এক বিস্ফোরক, চাঞ্চল্য তথ্য প্রকাশ্যে আসছে। দিল্লির যে ব্যবসায়ীর ফার্মহাউজে তিনি ছিলেন, তার মালিক নাকি একজন কুখ্যাত ক্রিমিনাল। সে কথা আগেই জানা গিয়েছিল। এমনই সময়ে ব্যবসায়ী বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন। যেখানে দাবি করা হয়েছে, তাঁর স্বামীই বিষ খাইয়ে সতীশ কৌশিককে হত্যা করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে তাঁরা অভিযুক্ত বিকাশ মালুর স্ত্রীয়ের বয়ান রেকর্ড করতে তাঁকে ডেকে পাঠাবে। এবং দক্ষিণ পশ্চিম জেলার একজন পরিদর্শক-স্তরের আধিকারিককে পুরো বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।

বিকাশ মালুর স্ত্রী সানভি মালুর চিঠিতে লেখেন তাঁর স্বামীকে সতীশ ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন। এবং বিদেশে একবার ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সতীশ। টাকা ফেরত নেওয়ার জন্য। সানভির দাবি, সেই সময়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। ব্যবসায়ী সেই টাকাটা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতিও দেন।সানভির সন্দেহ, তাঁর স্বামীর বাড়িতেই সতীশ অসুস্থ হয়েছেন বলে তাঁর মনে হচ্ছে ব্যবসায়ীই তাঁকে বিষ খাইয়ে খুন করেছেন। এদিকে পুলিশ এখনও পর্যন্ত সেই ফার্মহাউজে কিছু নিষিদ্ধ ওষুধ ছাড়া আর কিছু পায়নি।