অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুতে শোকাহত গোটা বলিউড ইন্ডাস্ট্রি। আজ তিনি না থাকলেও তার অভিনয় তাঁকে বাঁচিয়ে রাখবে সবার হৃদয়ে। এই শোকের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতীশ কৌশিকের পরিবারের প্রতি তাঁর সমবেদনা পত্র পাঠিয়েছেন। সেই শোক বার্তা সম্বলিত সমবেদনা পত্র অনুপম খের তার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সতীশ কৌশিকের স্ত্রীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে অনুপম খের লিখেছেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার সংবেদনশীল চিঠিটি আমার এবং আমাদের পরিবারের জন্য এই দুঃখ ও শোকের মুহূর্তে ভরসার কাজ করেছে! প্রিয়জনের বিদায়ে দেশের প্রধানমন্ত্রী যখন সান্ত্বনা ও সান্ত্বনা দেন, তখন সেই দুঃখকে মোকাবেলা করার শক্তি পাওয়া যায়।
আমার পক্ষ থেকে, আমাদের কন্যা বংশিকা, আমাদের পুরো পরিবার এবং সতীশ জির সমস্ত ভক্তদের, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং ঈশ্বরের কাছে আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি।
শুভেচ্ছা!
শশী কৌশিক।
आदरणीय प्रधानमंत्री @narendramodi जी।
दुख और शोक की इस घड़ी में आपके संवेदनशील पत्र ने मेरे और हमारे परिवार लिए मरहम का काम किया है! जब देश के प्रधानसेवक किसी प्रियजन के जाने पर ढाढ़स और सांत्वना देते है, तो उस दुख से जूझने की शक्ति मिलती है!
मैं, हमारी बेटी वंशिका, हमारे पूरे… https://t.co/K7SrLU7IxM pic.twitter.com/NrQfGMQsCY
— Anupam Kher (@AnupamPKher) March 18, 2023