Sana Makbul (Photo Credits: Instagram)

মুম্বই, ১৩ জুনঃ লিভারের জটিল রোগে ভুগছেন অভিনেত্রী তথা বিগ বস ওটিটি ৩ বিজয়ী সানা মকবুল (Sana Makbul)। দিন কয়েক আগে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় সানাকে। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, লিভার সিরোসিসে (Liver Cirrhosis) আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। এটি লিভারের একটি জটিল রোগ।

গত শনিবার ইদের দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সানা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। লিভারের এই রোগের কোনো সম্পূর্ণ চিকিৎসা নেই। কেবল চিকিৎসার মাধ্যমে রোগের অগ্রগতি কমানো সম্ভব। তবে লিভার ট্রান্সপ্ল্যান্টের দ্বারা কিছুটা হলেও নিরাময় করা যায়। কিন্তু এই মুহূর্তে লিভার ট্রান্সপ্ল্যান্টের পথে যেতে চাইছেন না সানা। অভিনেত্রী জানিয়েছেন, লিভার ট্রান্সপ্ল্যান্ট না করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন তিনি।

লিভার সিরোসিসে আক্রান্ত সানাঃ

বেশ কিছু বছর ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছেন অভিনেত্রী সানা মকবুল। এটার কোনও নির্দিষ্ট উপসর্গ হয় না। দেহের কোষগুলো তাঁর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানা জানান, তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা তাঁর লিভারকে আরও আক্রমণাত্মকভাবে আক্রমণ করতে শুরু করেছে যা থেকে লিভার সিরোসিস ধরা পড়েছে'।

সানার বিগ বস জয়ের মুহূর্তঃ

 

View this post on Instagram

 

A post shared by Sana Makbul (@divasana)

বিগ বস ওটিটি বিজেতা এও জানান, 'চিকিৎসকরাও আমার লিভার ট্রান্সপ্ল্যান্ট এড়াতে যথাসাধ্য চেষ্টা করছেন। আমি আশায় বুক বেঁধে আছি। লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো বড় কিছুর প্রয়োজন ছাড়াই যাতে আমি সুস্থ হতে পারি'।