মুম্বই, ১৯ এপ্রিল : করোনায় আক্রান্ত বলিউড (Bollywood) অভিনেত্রী সমীরা রেড্ডি (Sameera Reddy)। সমীরার সঙ্গে তাঁর স্বামী অক্ষয়ও কোভিড পজিটিভ বলে জানান অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে করোনায় (Corona) আক্রান্ত হওয়ার খবর জানান সমীরা রেড্ডি। তিনি বলেন, তাঁর দুই সন্তান হংস এং নায়রা, দুজনেই কোভিড পজিটিভ। তাদের জ্বরের পাশাপাশি মাথা ব্যথা, পেট খারাপ এবং গায়ে র্যাশও রয়েছে।
আরও পড়ুন : Sonu Nigam On Kumbh Mela 2021 : 'মানুষের জীবনের চেয়ে বড় কিছু নয়', করোনায় কুম্ভ নিয়ে মত সোনুর
দুই সন্তান কোভিড (COVID 19) পজিটিভ হওয়ার পর তিনি এবং তাঁর স্বামী অক্ষয় পরীক্ষা করান। এরপরই জানান, দুই সন্তানের সঙ্গে সমীরা এবং তাঁর স্বামীও করোনায় আক্রান্ত। যদিও তাঁদের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। ফলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন তাঁরা। পাশাপাশি সময় মতো যোগ ব্যায়াম, খাওয়া দাওয়া সবকিছু করছেন বলে জানান অভিনেত্রী (Actor)।
কোভিডের দ্বিতীয় ঢেউ অত্যন্ত মারাত্মক। ফলে প্রত্যেকে যাতে সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সেই আশা প্রকাশ করেন সমীরা রেড্ডি।