Samantha Ruth Prabhu (Photo Credits: Instagram)

জটিল রোগে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। 'মায়োসাইটিস' (Myositis) নামক এই অটোইমিউন রোগের চিকিৎসার জন্যে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন নায়িকা। চিকিৎসা করিয়ে পুরোপুরি সুস্থ হয়ে তবেই ফিরবেন পর্দায় সামনে। চলতি মাসের শেষেই বিদেশে গিয়ে সামান্থা 'মায়োসাইটিস'এর চিকিৎসা করাবেন, এমনটাই জানা যাচ্ছে। তবে কাজের মাঝে মাস খানেকের ছুটি নেওয়ায় প্রযোজকদের থেকে পাওয়া অগ্রিম টাকা ফিরিয়ে দিয়ে প্রায় ১২ কোটি লোকসানের মুখ দেখেছেন নায়িকা। এরই মাঝে উঠে এল আরও এক বড় খবর। 'মায়োসাইটিস' এর (Myositis) চিকিৎসা করানোর জন্যে হাত পাততে হয়েছে সামান্থাকে। দক্ষিণের এক সুপারস্টার অভিনেতার কাছ থেকে ২৫ কোটি টাকা ধার নিয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন নায়িকা। সেই খবরই রটে গিয়েছে সর্বত্র।

তবে সমস্ত রটনাই যে ঘটনা নয় তা সাফ জানিয়ে দিলেন সামান্তা। টাকা ধার নিয়ে চিকিৎসা করানোর এই তথ্য যে সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা তা ভক্তদের পরিষ্কার ভাবে জানালেন তিনি। বললেন, 'নিজের খেয়াল তিনি নিজেই রাখতে পারেন'।

শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি স্টোরি শেয়ার করে সামান্থা লিখলেন, 'মায়োসাইটিসেরর চিকিৎসার জন্যে ২৫ কোটি টাকা! কেউ নিশ্চয়ই আপনাকে ঠকিয়েছে। আমার তার চেয়ে কম টাকায় চিকিৎসা চলছে। আর আমার মনে হয় না যে আমি আমার গোটা কেরিয়ারে অল্প টাকা কামিয়েছি। তাই আমি আমার নিজের খেয়াল খুব ভাল করে রাখতে পারব। ধন্যবাদ'।

এরপরেই তিনি 'মায়োসাইটিস' নামক এই অটোইমিউন রোগ সম্পর্কে তাঁর অনুরাগীদের অবহিত এবং সতর্ক করেছেন। সামান্থা জানিয়েছেন, মায়োসাইটিস এমন একটি শারীরিক অবস্থা যাতে হাজার হাজার মানুষ আক্রান্ত হন। তাই এর চিকিৎসা নিয়ে ভুল তথ্য না ছড়াতেই অনুরোধ করেছেন।