সলমনের সঙ্গে চানু, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১২ অগাস্ট: মীরাবাই চানুর (Mirabai Chanu) সঙ্গে দেখা করলেন সলমন খান। মীরাবাই যখনই সলমন খানকে তাঁর প্রিয় অভিনেতা বলে প্রকাশ করেন নিজের মনের ভাব, তখন আর দেরি করেননি বলিউড (Bollywood) 'ভাইজান'। মীরাবাইয়ের সঙ্গে দেখা করেন চটপট। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সলমন সেই ছবিও শেয়ার করেন। পাশাপাশি মীরাবাই চানু যাতে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন, সেই আশাও প্রকাশ করেন সলমন।

সলমন খানের (Salman Khan) পাশাপাশি চানু নিজের হ্যান্ডেলেও ছবি প্রকাশ করেন। যেখানে তিনি জানান, তিনি সলমন খানের একজন বড় ভক্ত। সলমনের সঙ্গে দেখা হওয়ায় তাঁর স্বপ্ন সত্যি হয়েছে বলেও জানান চানু। ছবিতে মণিপুরের ঐতিহ্যবাহী চাদর গলায় পরতে দেখা যায় সলমন খানকে।

আরও পড়ুন:  Sara Ali Khan: জন্মদিনে সারা, ছাব্বিশের জন্মদিনে 'ঘরবন্দি' অভিনেত্রী

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

সলমনের পাশপাশি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গেও সম্প্রতি দেখা করেন মীরাবাই চানু। সচিন যেভাবে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন, তার জন্য তিনি চির কৃতজ্ঞ বলেও জানান চানু।