অক্সিজেনের ব্যবস্থা সলমনের, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২০ মে: যত দিন গড়াচ্ছে, তত ভয়ঙ্কর হচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউ। করোনার জেরে বিধ্বস্ত দেশের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন তারকারা। এবার সলমন খান ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

জানা যাচ্ছে, কোভিড (COVID 19) আক্রান্ত মানুষকে সাহায্য করতে এবার ৫০০ অক্সিজেন কনসেনট্রেটরের (Oxygen Concentrators) ব্যবস্থা করলেন সলমন খান। মুম্বইতে ইতিমধ্যেই ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে এসেছেন সলমন (Salman Khan)। বিনামূল্যে এই কনসেনট্রেটরগুলির মাধ্যমে মানুষকে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে সলমনের ফ্যান ক্লাবে তরফে।

বিয়িং সলমনের পেজের তরফে যখনই অক্সিজেন কনসেনট্রেটরের ছবি শেয়ার করা হয়, তখন ভাইজানকে ভালবাসা জানাতে শুরু করেন অনেকে। অসাধারণ কাজ বলে কেউ সলমনের প্রশংসা করেন, আবার কেউ বলেন বলিউডের (Bollywood) 'সুপার হিরো' হলেন সলমন খান।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Arijit Singh’s Mother Dies: কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত অরিজিৎ সিংয়ের মা

প্রসঙ্গত লকডাউন (Lockdown) শুরু হওয়ার পর গত বছর থেকেই একের পর এক সাহায্য নিয়ে এগিয়ে আসেন সলমন। কখনও বি টাউনের দৈনিক শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পৌছে দেন আবার কখনও প্রন্টলাইন ওয়ার্কারদের জন্য খাবারের ব্যবস্থা করেন। এবার অক্সেজেন কনসেনট্রেটর নিয়ে এগিয়ে এলেন সলমন খান।