Photo Credit_Instagram

ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের(Rishabh Pant) জন্মদিনের দিন অদ্ভূত এক ভিডিও পোস্ট করলেন  উর্বশী রাউতেলা।

মাথায় লাল ব্যান্ড ও লাল জামায় সেজে অভিনেত্রী কারও উদ্দেশে শুভেচ্ছা-চুম্বন ছুড়ে দিচ্ছেন। আর সেই ভিডিওর নীচে লেখা “শুভ জন্মদিন।”  এর পর একটি লাল বেলুনের ছবি এবং অনেকটা ফাঁকা জায়গা ছেড়ে দেওয়া। কোনও নাম না থাকা এই ফাঁকা জায়গায় কার নাম বসবে?সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। অভিনেত্রী যদিও কারও নাম বলেননি। তবে পন্থ এবং উর্বশীর সম্পর্ক নিয়ে এক সময় নানা জল্পনা শোনা যেত সেই থেকেই সন্দেহ ঋষভের জন্মদিনে কী এই বার্তা দিলেন নায়িকা?

 

 

View this post on Instagram

 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)