Ranbir Kapoor. (Photo Credits:X)

Durga Puja 2025: পুজোর আনন্দে মাতলেন বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-ও। সোমবার সপ্তমীর সন্ধ্যায় উত্তর মুম্বইয়ের ঐতিহ্যবাহী সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে দেখা গেল রণবীরকে। পঞ্জাবী পরে গোঁফ থাকা রণবীর পুজো দিলেন, পুরোহিতের সঙ্গে কথা বললেন। উত্তর বোম্বের ( 'নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো') এই দুর্গাপুজোর প্রধান উদ্য়োক্তা এখন রণবীরের বন্ধু-পরিচালক অয়ন মুখার্জি। North Bombay Sarbojanin Durga Puja-র পুজো মণ্ডপে বসেই অয়নের সঙ্গে আড্ডা মারলেন, ছবি তুললেন রণবীর। এরপর ভক্তদের আব্দারে সাড়া দিয়ে সেলফি তুললেন। সপ্তমীর সন্ধ্য়ায় একেবারে হাল্কা মেজাজে দেখা গেল রণবীরকে।

নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো নিয়ে কিছু কথা

মুম্বইয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো 'নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো'। ১৯৪৮ সালে পদ্মশ্রী শশাধর মুখার্জি এবং তাঁর স্ত্রী সতীরাণী মুখার্জি এই পুজোর সূচনা করেছিলেন। মূলত 'ঘরোয়া পুজো' হিসেবে শুরু হলেও আজ এটি হয়ে উঠেছে তারকাখচিত এক মহোৎসব, যেখানে হাজারো ভক্ত সমাগম ঘটে। এখানে একদিকে যেমন রয়েছে বাঙালির শিকড়-গাঁথা ঐতিহ্য, অন্যদিকে আছে বলিউডের ঝলক। মায়ানগরীর এই পুজোর অন্যতম বিশেষত্ব হলো এর সর্বজনীনতা। ভোগ পরিবেশন করা স্বেচ্ছাসেবক হোক বা পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণকারী ভক্ত সবাই যেন মুখার্জি পরিবারের এক প্রসারিত অঙ্গ হয়ে ওঠেন।

মুম্বইয়ের পুজো মণ্ডপে রণবীর কাপুর

এবার আলাদা আবেগের পুজো মুম্বইয়ের এই পুজোয়

তবে এবারের পুজো একটু অন্যরকম আবেগে ভরা। কারণ, এটাই প্রথম বছর যখন আয়োজক দলের অন্যতম প্রধান স্তম্ভ দেবু মুখার্জি (চলচ্চিত্র পরিচালক অয়ন মুখার্জির বাবা) নেই। ২০২৫ সালের শুরুতেই তিনি প্রয়াত হন। তাঁর অনুপস্থিতি সত্ত্বেও আয়োজক কমিটি সম্রাট মুখার্জি, অয়ন মুখার্জি, তনিশা মুখার্জি সহ পরিবারের অন্যান্য সদস্যরা এবারের পুজোকে আরও বৃহৎ পরিসরে উদযাপন করছেন।