মুম্বই, ৩ জুলাই: নীতেশ তিওয়ারির রামায়ণের (Ramayana) প্রথম ঝলক মুক্তি পেয়েছে। রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং যশ অভিনীত রামায়ণের প্রথম ঝলকেই বাজিমাত। পরিচালক নীতেশ তিওয়ারির রামায়ণের প্রথম ঝলক মুক্তি পেতেই তা গুগল ট্রেন্ডে হু হু করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। দক্ষিণী তারকা যশকে (Yash) এই সিনেমায় দেখা যাবে রাবণের ভূমিকায়। ফলে যশ যেমন সিনেমার প্রথম ঝলক পোস্ট করেছেন, তেমনি রবি দুবেকেও (Ravi Dubey) দেখা যায় রামায়ণের প্রথম ঝলক পোস্ট করতে। প্রসঙ্গত টেলি টাউনের জনপ্রিয় অভিনেতা রবি দুবে এই ছবিতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন। রামায়ণের প্রথম ঝলক শেয়ার করতেই রবি দুবে যেন আবেগপ্লুত হয়ে পড়েন।
রবি দুবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, রামায়ণে তাঁকে কাস্ট করা হয়েছে। তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি এটি। রাম, রাবণের এই যুদ্ধে প্রত্যেককে স্বাগত বলে জানান রবি দুবে। টেলি টাউনের জনপ্রিয় ইঅভিনেতা যখন পর্দায় রণবীর কাপুররূপী রামের অনুজ লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন, তা দেখে আপ্লুত বহু মানুষ।
রণবীর কাপুর, যশ অভিনীত রামায়ণে সীতার ভূমিকায় দেখা যায় দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে (Sai Pallavi)।
দেখুন কী লিখলেন রবি দুবে...
View this post on Instagram
রাবণরূপী যশও রামায়ণের ঝলক পোস্ট করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে...
View this post on Instagram