Rakhi Sawant : করোনা আবহে পিপিই পরে সবজি কিনলেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিয়ো
পিপিই কিট পরে সবজি কিনতে বের হন রাখি

মুম্বই, ২৪ এপ্রিল : পিপিই কিট (PPE Suit) পরে সবজি কিনতে বের হলেন রাখি সাওয়ান্ত। পিপিই কিট পরে, মুখে সার্জিকাল মাস্ক এঁটে রাখি যখন সবজির দামস্তুর করতে শুরু করেন, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায় হু হু করে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে পিপিই কিট পরে সবজি কেনার ভিডিয়ো শেয়ার করে রাখি বলেন, সাবধানে থাকুন সবাই। পিপিই কিট পরে, মাস্ক এঁটে বাড়ির বাইরে বের হন। পিপিই পরে আপনার যেখানে ইচ্ছা সেখানে যান বলেও পরামর্শ দেন রাখি। অভিনেত্রীর ওই কীর্তি দেখে হেসে ফেলেন দেবলীনা ভট্টাচার্য। রাখির (Rakhi Sawant) অনুরাগীরাও হেসে ফেলেন প্রিয় অভিনেত্রীর ওই ভিডিয়ো দেখে।

আরও পড়ুন  : Lalit Behl : কোভিডের গ্রাসে ফের মৃত্যু বলিউডে, চলে গেলেন 'মুক্তি ভবন' খ্যাত অভিনেতা ললিত বেহল

দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

তবে এই প্রথম নয়, করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের জেরে মুম্বই জুড়ে যখন লকডাউন শুরু হয়, সেই সময় রাখি সাওয়ান্তকে প্রায়ই দেখা যায় সবজি বিক্রেতার কাছে গিয়ে কেনাকাটা করতে। অন্যবার মুখে মাস্ক এঁটে সবজি কিনতে দেখা যায় রাখিকে। তবে এবার মাস্কের সঙ্গে পিপিই কিট পরে বাড়ির বাইরে বের হন টেলিভিশনের ড্রামা কুইন।