মুম্বই, ২৭ অক্টোবর: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) আবার ফিরে এলেন নতুন করে। রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক নানা ধরনের বিতর্কিত বিষয়ের উত্থাপন। তাই রাখি সাওয়ান্তকে নিয়ে নানা সময়ে নানা ধরনের চর্চা শুরু হয় বলিউডে। এবারও তার অন্যথা হল না।
জনপ্রিয় ইউটিউবার সময় রায়নার পডকাস্টে হাজির হয়ে রাখি সাওয়ান্ত বলেন, এক সময় এমন হয়েছিল যে তিনি বাড়ির ভাড়ার টাকা কী করে মেটাবেন, তা নিয়ে ভাবতে হত। ডাল, চাল কীভাবে আসবে, তা নিয়েও ভেবে যেতেন। তাই ঘরের ভাড়া মেটানো, চাল, ডাল কেনার জন্য বলিউডে 'নিজেকে বিক্রি করে দেন'। সময় রায়নার শোয়ে হাজির হয়ে রাখি সাওয়ান্ত যখন এই মন্তব্য করেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়।
শুনুন কী বললেন রাখি সাওয়ান্ত...
View this post on Instagram
এসবের পাশাপাশি রাখি সাওয়ান্তকে আরও একটি ভিডিয়োতে হাজির হতে দেখা যায়। যেখানে একটি সাদা রঙের শাড়ি দেখিয়ে রাখি সাওয়ান্তকে বলতে শোনা যায়, তিনি ওই শাড়ির জন্য ৫০০ কোটি টাকা দিয়েছেন। ৫০০ কোটির শাড়ি পরে তিনি বিগ বসের ঘরে যাবেন বলেও মন্তব্য করতে শোনা যায় রাখি সাওয়ান্তকে। রাখি সাওয়ান্তের ওই ভিডিয়ো নিয়েও জোর চর্চা শুরু হয়ে যায়।
দুবাই থেকে ফিরেই যে রাখি সাওয়ান্ত ফের নিজের স্বমহিমায় ফিরে এসেছেন, তার জন্য বলিউডের এই অভিনেত্রীকে ধন্যবাদও জানাতে দেখা যায় অনেককে।
এসবের পাশাপাশি সময় রায়নার পডকাস্টে হাজির হয়ে রাখি সাওয়ান্তকে দেখা যায় পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে ফুঁসে উঠতে। সলমন খানের নিন্দা করায় দবং পরিচালকের উপর আলটপকা মন্তব্যের বর্ষণ শুরু করে দেন রাখি।