দিল্লি, ২৫ অগাস্ট: ১৫ দিন পর অবশেষে জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav)। জ্ঞান ফেরার পর আপাতত রাজু শ্রীবাস্তবকে সব সময় নজরে রেখেছন চিকিৎসকরা। রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ক্রমশ। ফলে এমসের চিকিৎসকরা কৌতুক শিল্পীর উপর ২৪ ঘণ্টা নজরদারি করছেন। এমনই জানান জনপ্রিয় কৌতুক শিল্পীর ব্যক্তিগত সচিব গর্বিত নারাং।
গত ১০ অগাস্ট এমসে ভর্তি করা হয় রাজু শ্রীবাস্তবকে। জিম করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গে রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি পর অবস্থার অবনতি হতে শুরু করায় ভেন্টিলেটরে স্থানান্তিরত করা হয় রাজুকে। সেই থেকে অভিনেতার স্বাস্থ্যের কোনও উন্নতি দেখেননি চিকিৎসকরা। এমনকী রাজু শ্রীবাস্তবের মস্তিষ্ক প্রায় কাজ করছে না বলে জানান চিকিৎসকরা।
আরও পড়ুন: Rakesh Jhunjhunwala: ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ কত, শুনলে অবাক হবেন
এরপর রাজু শ্রীবাস্তবের আরোগ্য কামনায় পুজো অর্চনারও আয়োজন করা হয়। প্রায় ১৫ দিন পর এবার রাজু শ্রীবাস্তবের জ্ঞান ফিরলে, সব সময় তাঁর নজরদারিতে রাখছেন চিকিৎসকরা।