মুম্বই, ২০ নভেম্বরঃ রাজ কুন্দ্রা (Raj Kundra Case) পর্নোগ্রাফি মামলায় নতুন চার্চশিট পেশ করল মহারাষ্ট্র সাইবার পুলিশ। রাজ কুন্দ্রা এবং তার সহকারি শার্লিন চোপড়া, পুনম পান্ডে সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে শুক্রবার আরও কিছু প্রমাণ পেশ করেছে মুম্বই পুলিশ। মডেল শার্লিন চোপড়া কিংবা পুনম পান্ডে নিজেদের সসম্মতিতেই অশ্লীল ভিডিয়ো তৈরির কাজে রাজের সঙ্গে যুক্ত ছিলেন। এমনই দাবি করছে মুম্বই সাইবার পুলিশ।
শুক্রবার মহারাষ্ট্র সাইবার পুলিশ রাজ কন্দ্রা পর্নোগ্রাফি মামলায় (Raj Kundra Case) একটি নতুন চার্চশিট পেশ করেন। ৪৫০ পাতার এই নয়া চার্চশিটে রাজ কুন্দ্রা এবং তার সহযোগী উমেশ কামাত, চলচ্চিত্র প্রযোজক মিতা ঝুঞ্ঝুনওয়ালা, মডেল শার্লিন চোপড়া (Sherlyn Chopra), পুনম পাণ্ডে (Poonam Pandey), ক্যামেরাম্যান রাজু দুবে এবং বানানা প্রাইম ওটিটির ডিরেক্টর সুরজিত চৌধুরীর নাম রয়েছে। যেখানে উল্লেখ রয়েছে, শহরতলির পাঁচতারা হোটেলে পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিয়ো তৈরি করত তারা। পরবর্তীকালে সেই ভিডিয়ো গুলো বিভিন্ন ওটিটি মঞ্চে বিক্রি করত।
শিল্পা (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার সংস্থা আর্মসপ্রাইম মিডিয়া লিমিটেড (Armsprime) এই অশ্লীল ভিডিয়ো তৈরি এবং বিতরণে যুক্ত ছিলেন। ২০২১ সালে রাজ কুন্দ্রাকে অশ্লীল ভিডিয়ো তৈরির অভিযোগে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে রাজের বিরুদ্ধে অভিযোগ এনেছিল জোর করে তাদের দিয়ে অশ্লীল ভিডিয়ো শুট করাতেন রাজ। যার জেরেই গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী।
নয়া চার্চশিটে আরও যোগ করা হয়েছে, শার্লিন চোপড়া এবং পুনম পান্ডের অশ্লীল ভিডিয়ো একাধিক ওটিটি মঞ্চে আপলোড করা হয়েছিল। নতুন চার্চশিটে বানানা প্রাইমের ডিরেক্টর সুরজিত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যেখানে বলা হয়েছে, সুরজিত নিজের ওটিটি মঞ্চে ‘প্রেম পাগলামি’ নামে একটি ওয়েব সিরিজ সম্প্রচার করতেন। যার বিষয়বস্তু ছিল পর্নোগ্রাফি। চার্চশিটে আরও বলা হয়েছে, রাজের সংস্থা আর্মসপ্রাইম মিডিয়া লিমিটেড এইসকল অশ্লীল ভিডিয়ো সম্প্রচার করে বেশ ভাল মতই মুনাফা কামাচ্ছিল। তবে সে সুখ বেশি দিন সইল না। হাতকড়া ওঠে শিল্পতির হাতে।