Sunjay Kapur's Fmaily (Photo Credit: Instagram)

দিল্লি, ২৫ জুন: সঞ্জয় কাপুরের মত্যুর পর এবার ভাইরাল হতে শুরু করল তাঁর তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভ কাপুরের (Priya Sachdev) একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে প্রিয়া সচদেভ কাপুর দাবি করেন, করিশ্মা কাপুরের (Karisma Kapoor) সঙ্গে সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) বিয়ে 'সামাজিক' ছিল না। শুধু তাই নয়, করিশ্মার সঙ্গে বিয়ের পর সঞ্জয় কাপুর দিল্লি, মুম্বইতে যাতায়াত করতেন। কারণ সঞ্জয়ের সবকিছু ছিল দিল্লিতে। অন্যদিকে, করিশ্মা থাকতেন মুম্বইতে। ফলে স্ত্রী, সন্তানদের সঙ্গে দেখা করতে সঞ্জয় নিয়মিত দিল্লি, মুম্বইতে বিমানে বসে যাতায়াত করতেন। তেমনই এক সময় তাঁর সঙ্গে সঞ্জয় কাপুরের পরিচয় হয়। সঞ্জয় এবং তাঁর বন্ধুত্ব শুরু হয়। সেই বন্ধুত্ব থেকেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে করিশ্মা কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর। এমনই বলেন প্রিয়া সচদেভ কাপুর।

আরও পড়ুন: Karisma Attends Sunjay Kapur's Prayer Meet: সঞ্জয় কাপুরের প্রার্থনা সভায় বিধ্বস্ত করিশ্মা, বোনপোদের আগলে রাখলেন করিনা, দেখুন ভিডিয়ো

করিশ্মা এবং সঞ্জয়ের দুই সুন্দর সন্তান রয়েছে। সামাইরা এবং কিয়ান। তাঁরা তাঁর আপনজন। অন্যদিকে তাঁর প্রথম সন্তান সাফিরার সঙ্গেও সঞ্জয়ের সম্পর্ক অত্যন্ত দৃঢ় বলে দাবি করেন প্রিয়া। তিনি আরও বলেন, সাফিরা, সামাইরা, কিয়ান এবং আজারিয়াস, চার সন্তানকে নিয়ে তাঁদের সম্মিলিত পরিবার। যেখানে তাঁরা প্রত্য়েকে মিলেমিশে থাকেন বলেও এক সময় মন্তব্য করতে শোনা যায় প্রিয়া সচদেভ কাপুরকে।

গত ১২ জুন সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। ব্রিটেনে পোলো গ্রাউন্ডে থাকার সময় হঠাৎ করে মৌমাছি ঢুকে যায় সঞ্জয়ের মুখে। মৌমাছির কামড়ে তাঁর ধমনী ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয়। ছটপট করতে থাকেন। চিকিৎসার জন্য হেলিকপ্টার থেকে শুরু করে ডাক্তার, সবকিছু আনা হলেও, সঞ্জয় কাপুরের প্রাণ রক্ষা করা যয়ানি।