Karisma Kapoor In Sunjay Kapur's Prayer Meet (Photo Credit: Instagram)

দিল্লি, ২৩ জুন: সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) প্রার্থনা সভায় হাজির হলেন করিশ্মা কাপুরে (Karisma Kapoor)। দুই সন্তান, সামাইরা এবং কিয়ানকে নিয়ে শিল্পপতি সঞ্জয় কাপুরের প্রার্থনা সভায় হাজির হন অভিনেত্রী। দিদি করিশ্মা এবং প্রাণ প্রিয় বোনপোদের আগলে রাখতে দিল্লিতে চলে যান করিনা কাপুর খানও (Kareena Kapoor Khan)। সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গেই করিনা রওনা দেন দিল্লির উদ্দেশে। সেখানে সঞ্জয় কাপুরের প্রার্থনা সভায় সব সময় সামাইরা এবং কিয়ানকে আগলে রাখতে দেখা যয়া করিনাকে।

সঞ্জয় কাপুরের শেষকৃত্যেও হাজির হন করিনা এবং সইফ। সেখানে করিশ্মা-পুত্র কিয়ান যখন কান্নায় ভেঙে পড়ে, বাবার কাজ করতে গিয়ে, সেই সময়ও মাসি করিনাকে দেখা যায় বাচ্চাদের আগলে রাখতে। এবারও প্রাক্তন জামাইবাবুর প্রার্থনা সভাতেও দিদি এবং বাচ্চাদের কোনওভাবে একা ছাড়েননি করিনা।

দেখুন সেই ভিডিয়ো যেখানে কাপুর পরিবার পৌঁছে যায় ভাঙা মন নিয়ে...

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Sunjay Kapur's Last Video? পোলোর মাঠে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, আকাশে উড়ছে হেলিকপ্টার, এটিই কি করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শেষ ভিডিয়ো?

গত ১২ জুন লন্ডনে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত  হন সঞ্জয় কাপুর। মুখে মৌমাছি ঢুকে গিয়ে তা তাঁর পেটে চলে যায়। এরপর মৌমাছির কামড়ে ছিঁড়ে যায় সঞ্জয় কাপুরের ধমনী। লন্ডনের বুকে ছটপট করতে থাকেন সঞ্জয় কাপুর। চিকিৎসকদের দল উড়িয়ে নিয়ে আসা হয় হেলিকপ্টারে করে। তবে শেষরক্ষা হয়নিষ পোলো খেলার মাঠেই মারা যান সঞ্জয় কাপুর।

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, সঞ্জয় নিজের সম্পত্তি তাঁর ৪ সন্তানের মাঝে ভাগ করে রেখে গিয়েছেন। যার মধ্যে তাঁর ব্যবসার রাশ থাকছে করিশ্মা-কন্যা সামাইরার হাতে। এমন খবরও শোনা যায়। পাশাপাশি সামাইরা এবং কিয়ানের জন্য ১২ কোটির বন্ড কিনে রাখেন সঞ্জয় কাপুর। এমন খবরও প্রকাশ্যে আসে। করিশ্মার নামেও সঞ্জয় সম্পত্তি রেখে গিয়েছেন বলে শোনা যায়।