Trump Tariffs on Movies: এবার সিনেমা ওপরেও চড়া শুল্ক চাপালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। বিদেশে (আমেরিকার বাইরে যে কোনও দেশে) নির্মিত যে কোনও সিনেমা, যেগুলি আমেরিকায় রিলিজ করবে সেগুলির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প (President Trump)। আমেরিকায় শুধু মার্কিন সিনেমাই চলবে এমন চিন্তা থেকেই বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বা ট্য়ারিফ আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা করলেন ট্রাম্প। সোশ্য়াল মিডিয়া পোস্টে এদিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, "আমাদের সিনেমা বানানোর ব্যবসা বিদেশি দেশগুলো চুরি করে নিয়ে গেছে, ঠিক যেন বাচ্চার কাছ থেকে লজেন্স কেড়ে নেওয়ার মতো।" ট্রাম্প সরাসরি হলিউড যে প্রদেশে সেই ক্যালিফোর্নিয়ার প্রশাসনের নীতির দিকে আঙুল তুলেছেন। তাঁর কথায়, “দুর্বল আর অযোগ্য গভর্নরের কারণে ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”ট্রাম্প দাবি করেন এই সমস্যার স্থায়ী সমাধানের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনও সিনেমার ওপর ১০০% শুল্ক আরোপ করা হচ্ছে।
চলচ্চিত্র শিল্প, ট্রাম্পের দাবি আর ট্রাম্পের শুল্ক
ট্রাম্পের দাবি, বিদেশি সিনেমাগুলির ওপর ১০০ শতাংশ শুল্ক চাপিয়ে ধ্বংসের পথে এগোনো হলিউড সহ আমেরিকার চলচ্চিত্র শিল্পকে আবার বাঁচানোর ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি জানিয়েছেন। বাণিজ্য দফতর ও মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে কার্যকর করার নির্দেশ দিয়েছে হোয়াইটহাউস। ট্রাম্পের ঘোষণার পর প্রযোজনা সংস্থার মালিকদের জরুরি বৈঠক ডাকা হয়। প্রযোজকরা বলেন, সিনেমা আসলে 'পরিষেবা' হিসেবে বিবেচিত হয়, পণ্য নয়। তাই সিনেমার ওপর 'পণ্য শুল্ক' আরোপ করার আইনি ব্যধতা নেই। ফলে শুল্ক আইনি জটিলতায় পড়তে পারে এবং আদালতে মাসের পর মাস মামলা চলতে পারে।
কী কারণে এই চড়া শুল্ক জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প
এদিন ট্রাম্প দাবি করেন, বিদেশি দেশগুলি কর ছাড় ও ভর্তুকি দিয়ে হলিউড প্রযোজনা সংস্থাগুলিকে নিজেদের দেশে টেনে নিচ্ছে। এর ফলে মার্কিন সিনেমা শিল্প খুব দ্রুত মারা যাচ্ছে। মার্কিন এটিকে শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তা হুমকি বলেও উল্লেখ করেন। তাঁর ভাষায়, বিদেশি ছবি 'বার্তা ও প্রচারে' মাধ্যমে প্রভাব বিস্তার করছে।
দেখুন সোশ্য়াল মিডিয়ায় কী লিখলেন ট্রাম্প
BREAKING: Trump announces 100% tariffs on movies made outside the United States pic.twitter.com/iImU8qCteC
— The Spectator Index (@spectatorindex) September 29, 2025
ট্রাম্পের শুল্কে যে বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে
প্রেসিডেন্টের ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠেছে ট্রাম্পের এই শুল্ক কি শুধু থিয়েটারে মুক্তিপ্রাপ্ত ছবির ওপর প্রযোজ্য, নাকি নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে বিদেশে নির্মিত সিরিজ ও সিনেমার ওপরও লাগু হবে? এমনকি আংশিকভাবে বিদেশে শ্যুট হওয়া হলিউড ছবিগুলোকেও কি এর আওতায় আনা হবে, সে বিষয়ও স্পষ্ট নয়। হলিউড যে প্রদেশে অবস্থিত সেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। তাঁকে "দুর্বল ও অযোগ্য" আখ্যা দিয়ে বলেন, ক্যালিফোর্নিয়াসহ বেশ কিছু রাজ্য বিদেশি শ্রম ও ইনসেনটিভের কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত।