
মুম্বই, ২৫ মেঃ যুদ্ধক্ষেত্রে শহিদ হওয়া সেনাবাহিনীর বিধবা স্ত্রী এবং তাঁদের সন্তানদের কল্যাণে বড়সড় অঙ্কের টাকা অনুদান করলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) অভিযান চালানোর কয়েকদিন পরেই নায়িকার এই অনুদানের খবর সামনে এসেছে। শহিদ সেনাদের স্ত্রী এবং তাঁদের সন্তানদের পাশে দাঁড়িয়ে ১ কোটি টাকা অনুদান করলেন প্রীতি।
একটি সরকারি বিবৃতিতে প্রকাশির তথ্য অনুসারে, সাউথ ওয়েস্টার্ন কমান্ডের আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে (AWWA) ১ কোটি ১০ লক্ষ টাকা প্রদান করেছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। ওই টাকা শহিদ সেনার স্ত্রী এবং সন্তানদের কল্যাণে কাজে লাগবে।
শনিবার রাজস্থানের জয়পুরে (Jaipur) একটি অনুষ্ঠানে সাউথ ওয়েস্টার্ন কমান্ডের প্রধান, আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সভাপতি এবং সেনা পরিবারের বহু সদস্য উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন সেনাকন্যা প্রীতি জিন্টাও (Preity Zinta)। এদিন নিজের অনুদান ঘোষণার পর অভিনেত্রী বলেন, 'সেনা জওয়ানদের আত্মত্যাগের প্রতিদান কখনও ফেরত দেওয়া সম্ভব নয়। তাও প্রতিটা দেশবাসীর উচিত তাঁদের যতটা সম্ভব সাহায্য করা। সশস্ত্র বাহিনীর সাহসী পরিবারগুলিকে সহায়তা প্রদান করা সম্মানের এবং দায়িত্বও বটে। সৈন্যদের ত্যাগের প্রকৃত প্রতিদান কখনই দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে পারি। তাঁদের এগিয়ে যেতে সাহায্য করতে পারি'।