Pragya Nagra (Photo Credits: X)

'এখনও বিশ্বাস করতে পারছি না। দুঃস্বপ্ন মনে হচ্ছে'। জনপ্রিয় মালায়ালম অভিনেত্রী প্রজ্ঞা নাগরার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো (Pragya Nagra Private Video Leaked) ফাঁস হওয়ার পর এবার মুখ খুললেন তিনি। এক্স হ্যান্ডেলে আরও লিখলেন, 'আমাদের সাহায্য করার বদলে প্রযুক্তি আমাদের জীবন আরও দুর্বিষহ করে তুলছে'।

মালায়ালম অভিনেত্রী প্রজ্ঞা নাগরার ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো (Pragya Nagra Private Video Leaked) সদ্য ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী অভিনেত্রীর গোপন মুহূর্তের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ওঠে সমালোচনার ঝড়। তবে ওই ভিডিয়োর সত্যতা নিয়ে নেটিজেনের একাংশ শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিল। প্রজ্ঞার (Pragya Nagra) ওই ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বানানো হয়েছে বলেই অভিযোগ তুলছিলেন তাঁরা। সেই তথ্যেই এবার সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। প্রজ্ঞা (Pragya Nagra) জানালেন, এআই ব্যবহার করেই বানানো হয়েছে এই ভিডিয়ো। সেই সঙ্গে যারা ওই ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছেন তাঁদের মানসিকতার নিন্দাও করেছেন প্রজ্ঞা।

প্রজ্ঞার কাছে এখনও সবটা দুঃস্বপ্নের মত... 

এই কঠিন সময়ে যারা তাঁর পাশে থেকেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন অভিনেত্রী। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ডিপফেক ভিডিয়োর দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই শিকার হচ্ছেন তারকারা। সেই প্রসঙ্গে প্রজ্ঞা লেখেন, 'আমি প্রার্থনা করি যেন অন্য কোনও মহিলাকে এমন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে না হয়। আপনারা সবাই নিরাপদে থাকুন'।