Pragya Nagra (Photo Credits: X)

পরপর পাকিস্তানি টিকটক তারকাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে গত নভেম্বর মাস জুড়ে। এবার জনপ্রিয় মালায়ালম অভিনেত্রী প্রজ্ঞা নাগরার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো (Pragya Nagra Private Video Leaked) ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সাম্প্রতিক সময়ে তারকাদের গোপন ভিডিয়ো ফাঁস হওয়া যেন নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বহু ক্ষেত্রেই শিরোনামে ওঠার জন্যে তারকারা নিজেরাই নিজেদের ওই সমস্ত ভিডিয়ো ছড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে। তবে প্রজ্ঞার ক্ষেত্রে আসলে কী ঘটেছে তা বলা মুশকিল। কারণ নেটিজেনদের একাংশের দাবি, প্রজ্ঞার ওই ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বানানো।

ভিডিয়ো আসল নাকি ডিপফেক সেই রহস্য সমাধানের আগে চলুন জেনে নেওয়া যাক মালায়লম অভিনেত্রী প্রজ্ঞা নাগরার বিষয়ে কিছু তথ্য।

হরিয়ানার (Haryana) আম্বালায় পাঞ্জাবি পরিবারে জন্ম প্রজ্ঞার। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেন তিনি। মডেলিং থেকে সুযোগ পান বিজ্ঞানে। একশোটির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন প্রজ্ঞা।

২০২২ সালে তামিল চলচ্চিত্র 'ভারালারু মুক্কিয়াম' দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন প্রজ্ঞা। প্রেক্ষাগৃহে ছবিটি ব্যর্থ হলেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করেন তরুণ অভিনেত্রী। এরপর তিনি মালায়লম এবং তেলুগু ছবিতেও কাজ করেছেন।

সমাজমাধ্যমে ফাঁস হওয়া ভিডিয়োতে দেখতে পাওয়া মেয়েটি আসলেই প্রজ্ঞা কিনা সেই নিয়েও দ্বন্দ প্রকাশ করছেন একদল নেটবাসী। ভিডিয়োটি বেশ অস্পষ্ট হওয়ায় মেয়েটি আসলে কে সেটি ঠিক করে বোঝা যাচ্ছে না বলেও দাবি করছেন তাঁরা। অথবা ডিপফেকের (Deepfake Video) মাধ্যমেও এই কাণ্ড করা হয়ে থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী (Pragya Nagra)।