ভারতের মুকুটে বিশ্ব জয়ের পালক। অস্কারের মঞ্চে আরআরআর ছবির 'নাটু নাটু' পেল সেরা মৌলিক গানের পুরস্কার। পুরস্কারের আগে অস্কারের মঞ্চে রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj) ও কালা ভৈরবের (Kaala Bhairava)-এর লাইভ পারফর্ম্যান্স এবং নৃত্যশিল্পীদের নাচে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা থিয়েটার।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর অনুষ্ঠান। এর আগে জানুয়ারিতে নাটু নাটু সেরা মৌলিক গান বিভাগে গোল্ডেন গ্লোব জিতেছে। পাঁচ দিন পর, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের ২৮তম সংস্করণে আরও দুটি পুরস্কার জিতে নেয় আরআরআর (RRR )। একটি সেরা গানের জন্য এবং অন্যটি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য। তারপর থেকে, আরআরআর এবং নাটু নাটু গ্লোবাল চার্টে শীর্ষে রয়েছে। এবার দর্শকদের প্রত্যাশা পূরণ করে নাটু নাটুর মাথায় উঠল শ্রেষ্ঠত্বের শিরোপা।
BEST ORIGINAL SONG
NAATU NAATU
RRR#TheOscars pic.twitter.com/TRJx676Owl
— George Schmidt (G) (@GeorgeSchmidt67) March 13, 2023
'Naatu Naatu' from RRR wins the #Oscar for the Best Original Song #Oscars2023 pic.twitter.com/6l5cjDuJBm
— ANI (@ANI) March 13, 2023