Photo Credits: ANI

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল বহু প্রতীক্ষিত অস্কারের আসর। চলচ্চিত্র শিল্পে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড। অস্কারের অন্যতম বিভাগ হল সেরা মৌলিক গান, যা একটি চলচ্চিত্রের জন্য বিশেষভাবে লেখা একটি গানকে স্বীকৃতি দেয়। সেই বিভাগেই অস্কার পেল আরআরআর ছবির গান ‘নাটু নাটু’। এই গানকে নিয়ে আশায় বুক বেঁধে ছিল গোটা ভারত। হলিউডের এই সম্মান বিগত প্রায় ১৪ বছর ধরে অধরা ছিল ভারতের। অবশেষে সোমবার কাটল সেই খরা।

গোল্ডেন গ্লোব জয়ের পর দর্শকদের প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছিল। যার ফলে এই  অস্কার জয় গোটা দেশকে সম্মানিত করেছে। অস্কার জেতার খবর আসতেই প্রধানমন্ত্রী মোদি টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন- "'নাটু নাটু'-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এটি এমন একটি গান যা আগামী বছরের জন্য স্মরণীয় হয়ে থাকবে৷ এই মর্যাদাপূর্ণ সম্মানের জন্য @mmkeeravaani, @boselyricist এবং সমগ্র দলকে অভিনন্দন৷ ভারত উচ্ছ্বসিত ও গর্বিত।

দেখুন সেই টুইটঃ