শেষ কয়েক বছর ধরে বলিউডের উপর আধিপত্য বিস্তার করেছে বিভিন্ন দক্ষিনী সিনেমা। আগে টানটান অ্যাকশন সিকোয়েন্স বা সুপার ডুপার ফাইটের কথা বললেই বলিউড সিনেমার কথা মাথায় আসত। কিন্তু বর্তমানে বাজি পাল্টে গেছে। দক্ষিণী সিনেমার অসাধারণ স্ক্রিপ্ট এবং মানানসই অ্যাকশন পছন্দ হচ্ছে গোটা দেশবাসীর। এরই মধ্যে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া শোনাল খুশির খবর। ভারতীয় ছবির মধ্যে থেকে ২০২৪ সালে অস্কার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বিতর্কিত সিনেমা ২০১৮-এখানে সকলেই নায়ক' ("2018- Everyone is a Hero" )ছবিটি।গত ৫ই মে মুক্তি পেয়েছিল জুড অ্যান্থনি জোসেফ এর পরিচালনায় এই ছবি ।
২০১৮ সালের কেরালার বন্যা এবং উদ্ধার অভিযানের উপর ভিত্তি করে এই মালায়ালাম ছবিটি তৈরি। ছবিতে অভিনয় করেছেন টোভিনো থমাস, কুনচাকো বোবান, আসিফ আলি, ভিনীথ শ্রীনিবাসন, অপর্ণা বালামুরালি। এই প্রসঙ্গে ফিল্ম বিশেষজ্ঞ ক্রিস্টোফার কানারাজ 2018 সম্পর্কে লিখেছেন, ‘2018 সিনেমাটি । ছবির স্টারকাস্ট অসাধারণ। ছবিটির শেষ ৪৫ মিনিট অবাক করবে আপনাকে। আশ্চর্যজনক মেকিং।সুপার আর্টওয়ার্ক এবং সাউন্ড ডিজাইন এবং ভিজ্যুয়াল।
Malayalam film "2018- Everyone is a Hero" India's official entry for Oscars 2024: Film Federation of India
— Press Trust of India (@PTI_News) September 27, 2023