নয়াদিল্লি : গত শুক্রবার (২১ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'ওপেনহাইমার' ভারতের বক্স অফিসে খুব ভালো পারফর্ম করছে। ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) পরিচালনায় নির্মিত ছবিটি সপ্তাহান্তে ভারতে ৫০ কোটির বেশি আয় করেছে। বৈশ্বিক বক্স অফিসের পরিসংখ্যানে ওপেনহাইমার (Oppeneimer) ভারতে বার্বির চেয়ে অনেক ভালো পারফর্ম করছে।
তিন বছর পর ওপেনহাইমারের হাত ধরে বড়পর্দায় কামব্যাক করেছেন ক্রিস্টোফার নোলান। এই পরিচালক শেষবার টেনেট বানিয়েছিলেন। বিশ্বে প্রশংসিত হয়েছিল ছবিটি। তবে কোভিডকালে মুক্তি পাওয়ায় ভারতে সেভাবে ব্যবসা করতে পারেনি।
চলতি সপ্তাহে নোলানের ওপেনহাইমার এবং গ্রেটা গারউইগের বার্বি সিনেমা হলে এটি একটি দুর্দান্ত উইকএন্ড। তবে ভারতে ওপেনহাইমার বার্বিকে ছাড়িয়ে গিয়েছে, উদ্বোধনী সপ্তাহে ৫০ কোটি রুপি আয় করেছে। এর আগে বৃহৎ কোনও ফ্র্যাঞ্চাইজির অংশ না হলে ভারত থেকে খুব বেশি ব্যবসা করতে পারত না হলিউডি ছবি। তবে নতুন প্রজন্ম যে এই ধরনের সিনেমা পছন্দ করছে, তা স্পষ্ট।
ওপেনহেইমার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি জীবনীমূলক নাটক। রবার্ট ওপেনহাইমার সেই সময় পারমাণবিক অস্ত্র উদ্ভাবনে সহায়তা করেছিলেন। তিনি পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত ছিলেন। চলচ্চিত্রটি ইতিহাসের সেই সময়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যখন তাঁরা বুঝতে পেরেছিল যে পারমাণবিক বোমার পরীক্ষা বিশ্বকে ধ্বংস করতে পারে। এতে পারমাণবিক বোমা পরীক্ষার আগে ও পরের ঘটনার হৃদয় বিদারক কাহিনী দেখানো হয়েছে।
ওপেনহাইমারের স্টার কাস্ট
ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্র ওপেনহাইমারে, আইরিশ অভিনেতা সিলিয়ান মারফি (পিকি ব্লাইন্ডারস) 'পারমাণবিক বোমার জনক' রবার্ট জে. ওপেনহাইমার চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের অন্যান্য কাস্টে ওপেনহাইমারের স্ত্রীর চরিত্রে এমিলি ব্লান্ট, জীববিজ্ঞানী কিটি ওপেনহেইমার, ম্যানহাটন প্রজেক্ট ডিরেক্টর লেফটেন্যান্ট লেসলি গ্রোভস জুনিয়র চরিত্রে ম্যাট ড্যামন।