নয়াদিল্লি: প্রখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী বি. সরোজা দেবী (B Saroja Devi) প্রয়াত। তিনি কন্নড়, তামিল, তেলুগু এবং হিন্দি সহ পাঁচটি ভাষায় ১৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সরোজা দেবী ১৯৬৯ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়া কন্নড় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য তিনি "অভিনয় সরস্বতী" উপাধিতে ভূষিত হন । তিনি বিখ্যাত অভিনেতা রাজকুমার, এম. জি. রামচন্দ্রন, শিবাজী গণেশন এবং এন. টি. রামা রাও-এর সঙ্গে জুটি বেঁধে অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। তাঁর অভিনয় শৈলী, সৌন্দর্য এবং সারল্যে তিনি দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।
সরোজা দেবী ১৯৩৮ সালে বেঙ্গালুরু, কর্ণাটকের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভৈরাপ্পা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। অল্প বয়স থেকেই তিনি সংগীত এবং নৃত্যের প্রতি আগ্রহ দেখান। তাঁর প্রতিভা লক্ষ্য করে পরিচালক এম. এল. ভাসন্থকুমার তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। আরও পড়ুন: Actress Humaira Asghar Ali Death: কীসের জালে জড়িয়ে অভিনেত্রীর নির্মম মৃত্যু? ঘরের কোণে পড়ে থেকে পচল দেহ, খোঁজ নিল না কেউ, ভাইরাল মৃত্যুর আগে বন্ধুকে পাঠানো নায়িকার শেষ ভয়েস মেসেজ
১৯৫৫ সালে সরোজা দেবী কন্নড় চলচ্চিত্র মহাকবি কালিদাস এর মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এই চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এরপর তিনি তামিল, তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে কাজ শুরু করেন।
আজ অর্থাৎ, ১৪ জুলাই ৮৭ বছর বয়সে সরোজা দেবীর বেঙ্গালুরুর নিজ বাসভবনে বয়সজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি।