Nysa Devgn's Dance : মায়ের গানে নাচ, ভাইরাল কাজল-কন্যার ভিডিয়ো
কাজল, নাইশা

মুম্বই, ১৩ এপ্রিল : এবার 'বোল চুড়িয়ার' ধুনে নাচতে দেখা গেল নাইশা দেবগণকে। সোশ্যাল হ্যান্ডেলে নাইশার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

দেখুন...

 

 

View this post on Instagram

 

নিজের কলেজের অনুষ্ঠানে নাচতে দেখা যায় কাজল কন্যাকে। কলেজের অনুষ্ঠানে কখনও বোল চুড়িয়ার ধুনে নাচতে দেখা যায় নাইশাকে, আবার কখনও ফানহা-র গানে নাচতে দেখা যায় তাঁকে।  কলেজের অন্যদের সঙ্গে নাইশা (Nysa Devgn) যখন নাচতে শুরু করেন, তাঁকে ভবিষ্যতের তারকা বলে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন : Richa on Kumbh Mela : কোভিড বিধি শিকেয়, মহাকুম্ভের শাহি স্নানকে কটাক্ষ রিচার

প্রসঙ্গত নাইশা বর্তমানে সিঙ্গাপুরের একটি কলেজে পড়াশোনা করছেন। তবে লকডাউন শুরুর আগে, নাইশাকে মুম্বইতে ফিরিয়ে আনেন অজয় দেবগণ এবং কাজল। এরপর গোটা লকডাউন পর্ব বাবা, মা, ভাইয়ের সঙ্গেই কাটান নাইশা। যা নিয়ে বিস্তর জলঘোলাও শুরু হয়। অনেকে দাবি করেন, নাইশা করোনায় আক্রান্ত। কাজলের (Kajol) শরীরেও থাবা বসিেয়েছেন কোভিড (COVID 19)। সেই কারণে বাড়ির বাইরে বের হচ্ছেন না তাঁরা।

এরপরই সমস্ত জল্পনার অবসান করতে মুখ খোলেন কাজল। তিনি বলেন, তাঁরা ভাল আছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতেই মুম্বইয়ের বাড়িতে তাঁরা একসঙ্গে রয়েছেন বলে জানান কাজল।