‘বিগ বস ১৭’ জয়ের পর থেকেই মুনাওয়ার ফারুকী (Munawar Faruqui) রয়েছেন খবরের শিরোনামে। বিগ বসের ঘর থেকে বেরোনোর পর থেকেই সেলিব্রেশনে মেতেছেন মুন্নাওয়ার। প্রায় প্রতিদিনই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে কোনও না কোনও পার্টিতে। তারই কিছু ঝলক দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি মুনাওয়ার ফারুকী কিছু ছবি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। ছবিতে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে সাদা ক্যাজুয়ালে। ছবিতে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। তবে তাঁর ছবির সঙ্গে সকলের নজর কেড়েছে তাঁর লেখা শায়রিতে। তিনি ব্যঙ্গের সুরে লিখেছেন, "মাথে পে দেখ, নসীব হ্যায় বুলন্দ কিতনে, প্যারো ম্যায় দেখ, ম্যানে তোরে হ্যায় ঘমন্দ কিতনে।" কিন্তু শায়রির মধ্যে দিয়ে কাদের অহংকার ভাঙার কথা বললেন তিনি? সবার মনেই আসছে একই প্রশ্ন এবং উত্তরে আসছে অনেকের নাম।
সম্প্রতি একটি রহস্যময় মহিলার সঙ্গে পার্টি করতে দেখা যায় মুনাওয়ার ফারুকীকে। অনুমান করা হচ্ছে পার্টিতে মুনাওয়ারের সঙ্গে অভিনেত্রী সুস্মিতা সেনের মেয়ে রিনি সেন ছিলেন। দুজনে একই গাড়িতে পার্টিতে পৌঁছান। এরপরই শুরু হয়েছে মুনাওয়ার এবং সুস্মিতার মেয়ের প্রেমের চর্চা। তবে এই খবরের কোনও সত্যতা আছে, না শুধুই ভক্তদের বানানো কাহিনী তার প্রমাণ এখনও পাওয়া যায় নি।