Goodbye : অমিতাভ বচ্চনের স্ত্রী হচ্ছেন নীনা গুপ্তা? জোর গুঞ্জন
নীনা, অমিতাভ (ছবি ইনস্টাগ্রাম)

মুম্বই, ৮ এপ্রিল : অমিতাভ বচ্চনের স্ত্রী হচ্ছেন নীনা গুপ্তা। কি অবাক লাগল শুনে? বিষয়টি খুলেই বলা যাক তাহলে।

সম্প্রতি 'গুডবাই'  (Goodbye) নামে একটি সিনেমার শ্য়ুটিং শুরু করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ওই সিনেমাতেই বিগ বি-র বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নীনা গুপ্তাকে। যে খবর প্রকাশ্যে আসতেই বি টাউনে জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন : Groom wears nothing : হাফ প্যান্ট পরে বিয়ের পিঁড়িতে বর, ভাইরাল ছবি

গুডবাই-তে ডিম্পল কপাডিয়া কিংবা জয়া প্রদাকে অমিতাভের বিপরীতে স্বাক্ষর করানো হবে বলে স্থির করা হয় প্রথমে। ডিম্পল কিংবা জয়াপ্রদার বদলে, তাঁর সঙ্গে নতুন কোনও মুখ অভিনয় করুন বলে চাইছিলেন বিগ বি (Big B)।  সেই অনুযায়ী, নীনা গুপ্তাকে (Neena Gupta) অমিতাভের স্ত্রী হিসেবে গুডবাইতে কাস্ট করানো হবে বলে জানা যায়। বিগ বি এবং নীনা গুপ্তার রিল জুটির খবর পেয়ে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।