Nazia Elahi Khan, Puneet Vashist (Photo Credit: Instagram)

মুুম্বই, ৪ নভেম্বর: অভিনেতা পুনিত বশিষ্টকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নাজ়িয়া ইলাহি খান। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নাজ়িয়া ইলাহি খান (Nazia Elahi Khan) সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে বেশ কিছু বিস্ফোরক দাবি করেন। যেখানে তাঁকে অভিনেতা পুনিত বশিষ্টকে (Puneet Vashist) নিয়ে মন্তব্য করতে শোনা যায়।

নাজ়িয়া বলেন, বহু মানুষ তাঁকে বিয়ের শুভেচ্ছা জানান। তাদের প্রত্যেককে ধন্যবাদ। তবে পুনিত বশিষ্টের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে না। পুনিত তাঁকে মিথ্যে বলেছেন বলে দাবি করেন নাজ়িয়া। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, পুনিতের সঙ্গে তাঁর অস্ট্রেলীয় স্ত্রী গ্লোয়ির বিচ্ছেদ হয়নি এখনও। গ্লোয়ি এখন গোয়ায় থাকেন।

গ্লোয়ির পাশাপাশি চাঁদ নামের আরও এক বাঙালির সঙ্গে পুনিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বাঙালির সঙ্গে পুনিত এবার মহাকুম্ভে গিয়েছিলেন পূণ্য করতে। দুজনে একসঙ্গে জলে ডুবও দিয়েছেন। পুনিত সেই বাঙালি তরুণীকে বিয়ে করেন গ্লোয়ির সঙ্গে বিচ্ছেদ না হতেই। তাই আইনিভাবে পুনিতের স্ত্রী হিসেবে এখনও রয়েছে গ্লোয়ির অধিকার।

অন্যদিকে সনাতন ধর্ম মেনে চাঁদকে বিয়ে করেন পুনিত। এসব তথ্য তাঁর হাতে এসেছে। তাই তিনি অভিনেতা পুনিত বশিষ্টকে বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: Malaika Arora: মালাইকার জীবনে নতুন প্রেম? এনরিকের কনসার্টে মালাইকার সঙ্গে রহস্যময় যুবক কি হিরে ব্যবসায়য়ী না অন্য কেউ? জানুুন পরিচয়

শুনুন পুনিত বশিষ্টকে নিয়ে কী বললেন নাজ়িয়া ইলাহি খান...

 

 

View this post on Instagram

 

নাজ়িয়ার আরও অভিযোগ, তাঁকে মিথ্যে বলা হয়েছে পুনিতের পরিবারের তরফে। মিথ্যে বলেই তাঁর সঙ্গে পুনিতের বিয়ে স্থির করা হয়। তবে গ্লোয়ি এবং চাঁদ তাঁকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। তাই তিনি সবটা জেনে গিয়েছেন। ফলে অভিনেতা পুনিত বশিষ্টকে তিনি বিয়ে করছেন না বলে স্পষ্ট জানান নাজ়িয়া ইলাহি খান।