মুম্বই, ৪ নভেম্বর: মালইকা অরোরার (Malaika Arora) জীবনে কি আবার নতুন কারও আগমন হল? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে আবার নতুন করে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার জীবনে কে রয়েছেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। সেই জল্পনায় ঘৃতাহুতি দেয় সাম্প্রতিক ঘটনা।
যেখানে এনরিকের কনসার্টে মালাইকার সঙ্গে দেখা যায় এক যুবককে। মাল্লার সঙ্গে ওই যুবককে দেখা মাত্রই তাঁদের নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। মালাইকার জীবনে কে এই রহস্যময় পুরুষ, এমন প্রশ্ন উঠতে শুরু করে জোর কদমে।
এনরিকের কনসার্ট থেকে মালাইকাকে নিয়ে জোর জল্পনা
এনরিকের কনসার্টে মালাইকার পিছনে যে যুবককে দেখা যায়, তাঁর নাম হর্ষ মেহতা। সোশ্যাল মিডিয়ার তরফে এমন দাবি করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। বলা হচ্ছে, হর্ষ মেহতার ৩২ বা ৩৩ বছর বয়স। তিনি ডায়মন্ড মার্চেন্ট অর্থাৎ হিরে ব্যবসায়ী হিসেবে পরিচিত। হর্ষ মেহতার বেলজিয়ামে হিরের ব্যবসা রয়েছে বলে দাবি করেকন অনেকে।
মালাইকার সঙ্গে দেখা যায় ওই যুবককে...
Enrique Iglesias कॉन्सर्ट में जमकर थिरकी Malaika Arora#MalaikaArora #enriqueiglesias #ConcertVibes #BollywoodGlam #dancemoves #celebritystyles #musicnight #PartyVibes #bollywoodnews #GlamourNight #EntertainmentBuzz #mumbaievents pic.twitter.com/iNVyF0YwRK
— HNN24X7 (@HNN24X7) October 30, 2025
ভিন্ন মত হর্ষ মেহতাকে নিয়ে
মালাইকার সঙ্গে থাকা যুবকের নাম হর্ষ মেহতা বলে অনেকে দাবি করলেও, আর একটি সূত্রের তরফে বলা হচ্ছে, ওই যুবক অভিনেত্রীর ম্যানেজার। মালাইকার ম্যানেজার বলেই তিনি এনরিকের কনসার্টে নায়িকার সঙ্গে হাজির হয়েছেন। তবে মালাইকা কি সত্যিই অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তার জেরেই ওই যুবকের মুখ বার বার সামনে আসছে।
মালাইকা অরোরার বিয়ে, বিচ্ছেদ এবং সম্পর্ক
সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে দীর্ঘদিন সংসার করেন মালাইকা অরোরা। তাঁদের এক সন্তানও রয়েছেন আরহান খান। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান। অর্জুন কাপুরের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্কও ভেঙেছে মালাইকার। কী কারণে তাঁদের বিচ্ছেদ, তার কোনও কারণে সেভাবে সামনে আসেনি।
তবে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা নতুন করে আর কারও সঙ্গে েসম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।