Munawar Faruqui Son Hospitalised (Photo Credits: Instagram)

Munawar Faruqui Son Hospitalised: স্ট্যান্ডআপ কমেডিয়ান তথা অভিনেতা মুনাওয়ার ফারুকির পরিবারে দুঃশ্চিন্তার ছায়া। অসুস্থ মুনাওয়ারের ছেলে মাইকেল। হাসপাতালে চিকিৎসা চলছে তার।

ছেলের অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুনাওয়ারের স্ত্রী মেহজাবিন ফারুকি (Mehzabeen Faruqui)। মেহজাবিন তাঁর ইনস্টা স্টোরিতে হাসপাতাল থেকে ছবি শেয়ার করছেন। সেখানেই তিনি জানান, তাঁদের ছোট্ট ছেলে অসুস্থ। ছবিতে দেখা যাচ্ছে, মাকে জড়িয়ে শুয়ে রয়েছে খুদে ছেলে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছেলের হাত ধরে রয়েছেন মেহজাবিন। অসুস্থ ছেলের হাতে চ্যানেল করা। ক্যাপশনে লিখেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার সোনা ছেলে'।

আরও পড়ুনঃ যকৃতের ক্যানসার চিকিৎসার মাঝে নতুন রোগ দীপিকার মুখে, স্ত্রীর স্বাস্থ্যের খবর দিলেন স্বামী শোয়েব

অসুস্থ মুনাওয়ারের ছেলে, ভর্তি হাসপাতালে

Munawar Faruqui Son Hospitalised (Photo Credits: Instagram)

বর্তমান আবহাওয়ার জন্যে ভাইরাল ইনফেকশন আক্রান্ত হয়েছে মুনাওয়ার ও মেহজাবিনের ছেলে। চিকিৎসকদের পরামর্শেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই ভাইরাল ইনফেকশন থেকে সন্তানদের রক্ষা করার জন্যে সকল বাবা মায়ের কাছে অনুরোধ করেছেন মেহজাবিন। তিনি লিখেছেন, 'সকল বাবা-মায়ের উদ্দেশ্যে বলছি, আমাদের চারিদিকে ভাইরাল ইনফেকশন ঘুরছে। তাই বাড়তি সতর্ক হন। সন্তানের হাইজিনের উপর বিশেষ নজর দিন'।