মুম্বই, ১৩ জুলাইঃ যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছে অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। চিকিৎসা শুরু হয়েছে তাঁর। অস্ত্রোপচারও হয়েছে। ক্যানসারের চিকিৎসা মাঝে এবার নতুন রোগে আক্রান্ত হলেন টেলিভিশন অভিনেত্রী। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম (Shoaib Ibrahim) ইউটিউব ভিডিওর মাধ্যমে তা জানিয়েছেন।
ক্যানসারের (Cancer) মতো কঠিন এবং যন্ত্রণাদায়ক রোগের বিরুদ্ধে লড়াই করছেন হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ দীপিকা কক্কর (Dipika Kakar)। এই কঠিন সময়ে স্বামী শোয়েব যেন একেবারে তাঁর ছায়াসঙ্গী। সদ্য শেয়ার করা ইউটিউব ভিডিওতে শোয়েব জানান, ১০ জুলাই থেকে দীপিকার 'টার্গেটেড থেরাপি' শুরু হয়েছে। এই চিকিৎসার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যা নিয়ে প্রথম থেকেই চিন্তিত ছিলেন অভিনেত্রী। টার্গেটেড থেরাপির দ্বিতীয় দিনে পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে মুখে 'আলসার' দেখা দিয়েছে দীপিকার। মুখের মধ্যে বেশ কিছু জায়গায় ছাল ওঠা শুরু হয়েছে।
ক্যানসারের যন্ত্রণার মাঝে নতুন রোগ
শোয়েবের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা ভিডিওটিতে দেখা গিয়েছে, ছেলে রুহানের সঙ্গে বেশ মজা করেই সময় কাটাচ্ছেন দম্পতি। ভিডিওতেই শোয়েব জানিয়েছেন, ১০ জুলাই থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। সেইভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলেও ক্লান্ত বোধ করছেন স্ত্রী দীপিকা। তবে চিকিৎসার দ্বিতীয় দিনে জিভে আলসার দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।
ক্যানসারের মাঝে মুখের মধ্যে আলসার
তবে দীপিকা এও বলেন, 'মাউথ আলসার' নিয়ে চিকিৎসক আগেই তাঁদের সাবধান করেছিলেন। বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই মতই বেশি বেশি জল খাওয়া শুরু করেছেন তিনি।