Saif Ali Khan attacker arrested (Photo Credits: X, Instagram)

সইফ আলি খানের ওপর হামলার (Saif Ali Khan Stabbing Case) ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বড়সড় ফরেন্সিক প্রমাণ জোগাড় করল মুম্বই পুলিশ। শুক্রবার এই মামলার শুনানিতে সেই প্রমাণ পেশ করে জামিনের বিরোধীতা করেন অভিনেতার আইনজীবী। আর তাতেই ঘুরল কেসের মোড়। বান্দ্রা আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল। আগামী ১ অগাস্ট এই মামলা আগামী শুনানি। ততদিন পর্যন্ত জেলবন্দি থাকতে হবে অভিযুক্ত বাংলাদেশী নাগরিককে। যদিও এদিন আদালতে অভিযুক্ত মহম্মদ সইফুল ইসলাম দাবি করে, তা্ঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কাল্পনিক, সে নাকি কোনও ব্যক্তির ওপরে হামলা করেনি।

বাংলাদেশ পালিয়ে যাওয়ার আশঙ্কা

শুক্রবার এই মামলার শুনানিতে মুম্বই পুলিশের ফরেন্সিক বিভাগ যে ছুরির টুকরো অভিনেতার শরীর থেকে এবং ঘটনাস্থল থেকে পেয়েছিল, সেই নমুনার সঙ্গে অভিযুক্তের কাছে উদ্ধার হওয়া ছুরির নমুনার সঙ্গে মিল পাওয়া গিয়েছে। আর এই তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে আইনজীবী সইফুলের জামিনের বিরোধীতা করে। অভিনেতার আইনজীবীর দাবি, সইফুলকে জামিন দিলেই সে বাংলাদেশ পালিয়ে যাবে কিংবা অভিনেতার ওপর আবারও হামলার চেষ্টা করবে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ যে সে অবৈধভাবে বাংলাদেশ থেকে মুম্বইয়ে এসেছিল।

সইফ আলি খানের ওপর হামলার ঘটনা

প্রসঙ্গত, এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সইফুলের নথিপত্র উদ্ধার করেছে খতিয়ে দেখে জানতে পেরেছিল, তার সবকটি নথি ভুয়ো। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে সে নাকি অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে সইফের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালিয়েছিল সইফুল।