কিছুতেই নিস্তার নেই বিগ বস তারকা এলভিস যাদবের (Elvish Yadav)। রেভ পার্টিতে সাপের বিষের ব্যবহারের মামলায় গত মাসেই হাজতবাস করে এসেছেন তিনি। গ্রেফতারের পাঁচদিনের মাথায় জামিন পান। ইউটিউবার এলভিস যাদবের বিরুদ্ধে এবার আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বিগ বস তারকা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা।
গত বছর নভেম্বর মাসে নয়ডার এক প্রমোদ পার্টিতে সাপের বিষ সরবরাহ করার অভিযোগ ওঠে বিগ বস ওটিটি বিজয়ী এলভিস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। অভিযান চালিয়ে নয়টি বিষাক্ত সাপ এবং ২০ মিলি সাপের বিষও উদ্ধার করেছিল নয়ডা পুলিশ। ঘটনার পর পাঁচজন গ্রেফতার হলেও সেই সময়ে এলভিসকে কেবল জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এরপর ১৭ মার্চ গ্রেফতার হন ইউটিউবার। শ্রীঘরে পাঁচদিন থাকার পর জামিনে মুক্ত হন এলভিস। রেভ পার্টিতে সাপের বিষ সরবহার মামলা এবার নতুন মোড় নিল। ওই মামলায় যুক্ত এলভিস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে জুড়ল অর্থ পাচারের অভিযোগ। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) আইনের অধীনে এলভিস যাদবের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি। শীঘ্রই ইউটিউবার সহ বাকি অভিযুক্তদের ইডি জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠাবে বলে খবর।