Raju Srivastav: রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা নিয়ে বড় খবর জানাল সংবাদসংস্থা
Raju Srivastav (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ২৬ অগাস্ট: কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সময় নানা কথা শোনা যাচ্ছে। এবার সংবাদসংস্থা এএনআই জানাল, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও তাঁকে ভেন্টিলেটরে ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। গতকাল, শোনা গিয়েছিল রাজুর জ্ঞান ফিরেছে। দিল্লিতে ৬ সদস্যের চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে রাজু-র।

ANI-সূত্রে খবর, রাজু শ্রীবাস্তবের ব্যক্তিগত সহকারী জানিয়েছেন রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আর এখবর তাঁকে AIIMS-এর তরফেই জানানো হয়েছে। এর আগে রাজুকে নিয়ে সুখবর শুনিয়েছিলেন শেখর সুমন এবং সুনীল পাল। গত ১০ অগাস্ট জিমে ওয়ার্ক আউট করার সময় বুকে ব্যথা অনুভব করায় রাজু-কে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল। আরও পড়ুন- নয়া পোশাকে ঊরফির ভিডিয়ো, 'অশ্লীল' কটাক্ষ অভিনেত্রীকে

দেখুন টুইট

বৃহস্পতিবার রাজু শ্রীবাস্তবের ব্যক্তিগত সচিব গর্বিত নারাং জানান, ১৫ দিন পর জ্ঞান ফিরেছে অভিনেতার। যে খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ভাসেন কৌতুক শিল্পীর অসংখ্য অনুরাগী।